কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘রেমাল’ প্রতিরোধে করণীয় কী

ঘূর্ণিঝড় ‘রেমাল’ প্রতিরোধে করণীয় কী
ঘূর্ণিঝড় ‘রেমাল’ প্রতিরোধে করণীয় কী | প্রতীকী ছবি

দেশব্যাপী তাপপ্রবাহের মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২৫ মের পর যে কোনো সময় উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

এই ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়ার অধিদপ্তর।

‘রেমাল’ নামের এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ওমান। আরবিতে যার অর্থ হলো বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের একটা শহরও রয়েছে।

এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে সেই ‘রেমাল’। তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড়, তা এখনো স্পষ্ট নয়। এর জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

এবার চলুন জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড়ের আগে আমাদের করণীয় কী

এক. ঘূর্ণিঝড়ের সময় কোনো আশ্রয় কেন্দ্রে যাবে বা কোথায় গবাদি পশু থাকবে তা আগে থেকেই ঠিক করে রাখতে হবে।

দুই. ঘূর্ণিঝড়প্রবন অঞ্চলে যথাসম্ভব উঁচু স্থানে এবং শক্ত করে ঘর তৈরি করুন। পাকা ভিত্তির ওপর লোহার বা কাঠের পিলার এবং ফ্রেম দিয়ে তার ওপর ছাউনি দিন।

তিন. আগেভাগে জরুরি নথিপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।

চার. দুর্যোগের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত করে রাখুন।

পাচঁ. দুর্যোগের সময় বাসা বাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংকগুলোকে চার্জ দিয়ে রাখুন।

ছয়. দুর্যোগের সময় অযথা আতঙ্কিত না হয়ে সংবাদপত্র, টিভি, রেডিওতে আবহাওয়াসংক্রান্ত খবরের দিকে নজর রাখুন।

সাত. ঘূর্ণিঝড়ের সময় কাঁচা বাড়ি কিংবা কোনো ক্ষতিগ্রস্ত বাড়ির ভেতরে থাকবেন না, নিরাপদ স্থানে আশ্রয় নিন। প্রয়োজনে আশ্রয়স্থলে আশ্রয় নিন।

আট. দুর্যোগের আগে আগেভাগে বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু ও গর্ভবতী নারীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হবে।

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর পর যে কাজগুলো আমাদের করা উচিত, চলুন সেগুলো জেনে নেওয়া যাক-

এক. দুর্যোগের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ঘরবাড়ির অবস্থা পরীক্ষা করুন। কীভাবে সেগুলো আরও মজবুত করা যায় তার ব্যবস্থা করুন।

দুই. বিপদ সংকেত পাওয়া মাত্র বাড়ির নারী, শিশু ও বৃদ্ধদের আগে নিকটবর্তী নিরাপদ আশ্রয়স্থানে সরিয়ে নিতে হবে।

তিন. ঘূর্ণিঝড়ের আগে বাড়ি ছেড়ে যাওয়ার সময় অবশ্যই আগুন নিভিয়ে যাবেন।

চার. আশ্রয় নেওয়ার জন্য নির্ধারিত বাড়ির আশপাশে গাছের ডালপালা আসন্ন ঝড়ের আগেই কেটে রাখুন, যাতে ঝড়ে গাছগুলো ভেঙে বা উপড়ে না যায়।

পাচঁ. রেডিও- টেলিভিশন প্রতি ১৫ মিনিট পর পর ঘূর্ণিঝড়ের খবর শুনতে থাকুন।

ছয়. দুর্যোগের আগে টিউবওয়েলের মাথা খুলে পৃথকভাবে সংরক্ষণ করতে হবে এবং টিউবওয়েলের খোলা মুখ পলিথিন দিয়ে ভালোভাবে আটকে রাখতে হবে। যাতে করে ময়লা বা লবণাক্ত পানি টিউবওয়েলের মধ্যে প্রবেশ না করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১০

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১১

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১২

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৩

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৪

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৫

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

১৬

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ

১৭

বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : শিশির মনির

১৮

আলোচনা ছাড়াই করা গোপন চুক্তিতে জনগণের দায় নেই : জোনায়েদ সাকি

১৯

ধানের শীষ শুধু নির্বাচনী নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষারও প্রতীক : নুরুদ্দিন আহাম্মেদ অপু

২০
X