আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আমি বলেছি, মার্কিন ভিসা নীতি অবশ্যই আমাদের জন্য অপমানজনক। তবে আমরা এই ভিসা নীতি নিয়ে বিচলিত নই।
রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আইন, বিচার, সংসদ ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাকে প্রধানমন্ত্রীর মহানুভবতায় দণ্ড স্থগিত রেখে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। কারণ তার আবেদনে বলা হয়েছে, তিনি অসুস্থ। এখন সুস্থ হলে আগে তাকে বাকি সাজা খাটতে হবে।
ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা প্রমুখ।
মন্তব্য করুন