কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্টুডেন্ট ভিসার স্থগিতাদেশ বেশি দিন নয়, আবার চালু হবে : মার্কিন পররাষ্ট্র দপ্তর

গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ফলে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ফলে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

সাময়িকভাবে স্থগিত হওয়া শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার প্রক্রিয়া খুব শিগগিরই আবার শুরু হবে বলে আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২৮ মে) দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াকরণে বর্তমান স্থগিতাদেশটি অস্থায়ী। এটি দীর্ঘস্থায়ী হবে না।

ব্রুস জানান, শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করা হলেও এর পেছনে মূল লক্ষ্য হচ্ছে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার নতুন নীতিমালা তৈরি করা। তবে এর অর্থ এই নয় যে, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, যদি এই স্থগিতাদেশ কয়েক মাসের জন্য হতো, তাহলে আমরা অন্যরকম বার্তা দিতাম। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি- এটি খুব দ্রুতই শেষ হবে। তাই সম্ভাব্য শিক্ষার্থীরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে অনুৎসাহিত হবেন না।

এর আগে মঙ্গলবার (২৭ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনকে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম আরও গভীরভাবে পর্যালোচনার জন্য।

এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয়ে এর বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনে বিদেশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে ট্রাম্পপন্থি প্রশাসন দাবি করে, বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ এবং বিদেশি শিক্ষার্থীদের পর্যবেক্ষণে ঘাটতি রয়েছে। সে দাবি থেকেই শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিক শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার গুরুত্ব বোঝে এবং বৈচিত্র্যপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ। সে কারণে ভিসা প্রক্রিয়া খুব দ্রুতই আগের অবস্থায় ফিরে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় পড়ে আছে ১৪ কোটি টাকার কিশোরগঞ্জ পৌর মার্কেট

৬ ভিপি-জিএসসহ চাকসুর হল সংসদের মিশ্র জয়ে এগিয়ে ছাত্রদল

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

বিকেল চারটার মধ্যে আগুন নির্বাপন হবে

শ্রীমঙ্গলে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে যা বললেন রিজওয়ানা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

লবণাক্ত পানির কারণে স্বাস্থ্যঝুঁকিতে কুয়েট শিক্ষার্থীরা, দেখা দিয়েছে চর্মরোগ

নাটোরে তিন দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

১০

বিএনপি মহাসচিবের যে আশ্বাসে সন্তুষ্ট আন্দোলনরত শিক্ষকরা

১১

স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, অতঃপর...

১২

প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের স্কোয়াডে এলো পরিবর্তন

১৩

মাঝ সমুদ্রে বিস্ফোরণের পর এলএনজি ট্যাংকারে আগুন

১৪

হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে করা যাবে চ্যাটিং, কবে আসছে এই সুবিধা?

১৫

জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি

১৬

জুলাই সনদ নিয়ে যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

১৭

১৭৬.৫ কিমিতে বল, শোয়েব আখতারের রেকর্ড কি ভেঙে ফেললেন স্টার্ক!

১৮

গোখরার ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৯

‘বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না’

২০
X