কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধীদের জন্য বাজেট বরাদ্দ মাত্র ০.৪৮ শতাংশ

জাতীয় বাজেট ২০২৪-২৫ প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থা শীর্ষক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জাতীয় বাজেট ২০২৪-২৫ প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থা শীর্ষক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

২০২৪-২৫ বাজেটের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার মূল বাজেটের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মাত্র ০.৪৮ শতাংশ। যা ১ শতাংশ তো দূরের কথা অর্ধশতাংশও নয়। অন্যদিকে সামাজিক সুরক্ষায় প্রতিবন্ধী ভাতাভোগীদের পরিমাণ কমেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অ্যাকসেস বাংলাদেশসহ ১১টি সংগঠনের আয়োজনে ‘বাজেট পরবর্তী প্রতিক্রিয়া/ জাতীয় বাজেট ২০২৪-২৫ প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থা ‘ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বক্তারা।

এ ছাড়া অ্যাকসেস বাংলাদেশের সভাপতি মহুয়া পাল, অ্যাকসেস বাংলাদেশের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, ডব্লিউ ডিডিএফের কর্মসূচি সহসমন্বয়কারী শারমিন আক্তার দোলন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগাম কোঅর্ডিনেটর নাজরানা ইয়াসমিন হীরা, ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজিবল পিপলস অরগানাইজেশনের সভাপতি বদিউল আলম প্রমুখ বক্তব্য দেন।

আলবার্ট মোল্লা বলেছেন, সামাজিক সুরক্ষা কার্যক্রমে জাতীয় বাজেট ২০২৪-২৫ প্রস্তাবনা করেছে ৩ হাজার ৩২১.৭৭ কোটি টাকা। চলতি বছরে ছিল ২ হাজার ৯৭৮.৭১ কোটি টাকা। চলতি বছর থেকে বরাদ্দ কিছুটা বেড়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৩২ লাখ ৩৪ হাজার সুবিধাভোগী এই ভাতা পাবে। যা চলতি বছরে ছিল ২৯ লাখ সুবিধাভোগী। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কার্যক্রমে ১১৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের থেকে এবার প্রায় ১ কোটি টাকা বেশি শিক্ষা উপবৃত্তি কার্যক্রমে বরাদ্দ করা হয়েছে।

তিনি বলেন, অন্যদিকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে ৪৪ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ সরাসরি উপকারভোগী পান না। কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমের যে বরাদ্দ ধরা হয়েছে তা বাড়েনি। চলতি বাজেটে যা ছিল এবারও তাই ধরা হয়েছে। ৪০ লাখ টাকাই রয়েছে। এটি সরাসরি প্রতিবন্ধী ব্যক্তিরা পেয়ে থাকেন। ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজএবিলিটিজ খাতে চলতি বছরে ছিল ৯৭ কোটি ৫৮ লাখ টাকা। এবার ১৫০ কোটি টাকা ধরা হয়েছে। এক্ষেত্রে বরাদ্দ বেড়েছে।

মহুয়া পাল বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ধরন রয়েছে। গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৮৫০ টাকা ভাতা খুবই কম। এ ছাড়া দুষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির কথা আমরা ভুলে যাই। ডিজিটাল বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একটি যোগাযোগ রয়েছে। সরকার যদি এদিকটায় দৃষ্টি দেয় তাহলে প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি তার অধিকার অর্জন করতে পারবেন। বদিউল আলম বলেছেন, সরকারের ভাতায় পরিবারে মূল্যায়ন পাচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি।

শারমিন আক্তার দোলন প্রতিবন্ধী ব্যক্তির মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর দাবি জানান। সেসঙ্গে প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে বাজেট বরাদ্দ পুনঃবিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

নাজরানা ইয়াসমিন হীরা বলেছেন, বাজেট করার আগে অর্থমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কী কী করা উচিত তা অবগত হওয়ার জন্য আলোচনা করতেন। এখন আর আমাদের আলোচনার জন্য ডাকা হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিক কারখানাসহ ছয়টি প্রতিষ্ঠান পুড়ে ছাই

গাজায় যুদ্ধ বন্ধে যে ২০ দফা প্রস্তাব দিলেন ট্রাম্প

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূস

আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

নেপালের কাছে সিরিজ হারের লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল

অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা পরিষদ ও পূজা কমিটির উদ্বেগ

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার বালিশ মিষ্টি

১০

মর্গে পড়ে আছে অজ্ঞাত দুই নারীর লাশ

১১

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

১২

মারাত্মক আর্থিক সংকটে বিচারপতি মানিক, বিক্রি করে দেন বই : আইনজীবী

১৩

হিরো আলমের ওপর হামলা

১৪

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

১৫

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

১৬

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

১৭

সারা দেশে বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৮

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

১৯

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

২০
X