কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

উন্মুক্ত হলো ঢাকা-সুইজারল্যান্ড সরাসরি ফ্লাইটের দ্বার

সুইজারল্যান্ডের বার্ন-এ বাংলাদেশ সরকার ও সুইস ফেডারেল কাউন্সিলের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত
সুইজারল্যান্ডের বার্ন-এ বাংলাদেশ সরকার ও সুইস ফেডারেল কাউন্সিলের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত

এবার ঢাকা থেকে সুইজারল্যান্ডে সরাসরি বিমান চলাচলের দ্বার উন্মোচিত হয়েছে। সম্প্রতি দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরের ফলে এই সুযোগ সৃষ্টি হয়। এর আগে গত মার্চে ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু হয়। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি (বেবিচক) সূত্র জানায়, সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তি অনুযায়ী দুই দেশের মনোনীত বিমানসংস্থাগুলো সপ্তাহে ৭টি যাত্রীবাহী ও ৭টি কার্গো ফ্লাইট চালাতে পারবে। এছাড়া চুক্তিতে মনোনীত দুই দেশের বিমানসংস্থাগুলো যাতে নিজেদের ও তৃতীয় কোনো দেশের বিমানসংস্থার সঙ্গে কোড শেয়ারের মাধ্যমে দুই দেশের মধ্যে ফ্লাইট চালাতে সে সুযোগও রাখা হয়েছে।

গত ৪ জুন সুইজারল্যান্ডের বার্ন-এ বাংলাদেশ সরকার ও সুইস ফেডারেল কাউন্সিলের মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং সুইজারল্যান্ডের পক্ষে সুইস ফেডারেল অফিস অব সিভিল এভিয়েশনের ডিরেক্টর জেনারেল ক্রিশ্চিয়ান হেগনার চুক্তিতে স্বাক্ষর করেন।

বেবিচকের এক কর্মকর্তা জানান, সুইজারল্যান্ডের পক্ষ থেকে সুইস এয়ার ইন্টারন্যাশনাল ও এডেলউইস এয়ার এজি এবং বাংলাদেশ পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ার ও নভো এয়ারকে দুই দেশের মধ্যে পরিসেবা প্রদানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। অর্থাৎ দুই দেশের ওই পাঁচটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট চালাতে পারবে।

বেবিচকের উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, ওই চুক্তিটি ছাড়াও গত ৭ জুন বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মধ্যেও একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বিমান চলাচল পরিচালনার ক্ষেত্রে একই ধরনের বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করা।

ইইউ ও বাংলাদেশ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউরোপিয়ান কমিশনের ডিরেক্টরেট জেনারেল ফর মবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্টের ডাইরেক্টর ফিলিপ কর্নেলিস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

ওই কর্মকর্তা বলেন, ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে প্রথম একটি চুক্তি অনুস্বাক্ষরিত হয়েছিল। এরপর দুই পক্ষের নিজেদের মধ্যকার প্রক্রিয়া সম্পন্ন শেষে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলো। এ ধরনের চুক্তি ইইউ হরাইজন্টাল চুক্তি নামে বহুল পরিচিত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দুটিতে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনসহ সুইজারল্যান্ডস্থ বাংলাদেশ মিশনের কর্মকর্তা, ব্রাসেল্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডরে আমার ভয় কাঁপতেছে’, প্রেস সচিবের ‘রহস্যময়’ পোস্ট

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ব্যাপক ধরপাকড়

বুসকেটস–আলবার বিদায়ক্ষণে মেসির ‘আরেক ফিনালিসিমা’

ব্রাকসু নির্বাচনে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাতিলের আবেদন

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

১০

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

১১

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

১২

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

১৩

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

১৪

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

১৫

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

১৬

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

১৭

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

১৮

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

১৯

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

২০
X