ডা. রুবায়ুল মোরশেদ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৩৭ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
জ্ঞানের এই ঝরনাতলায়

‘ঈশপের গল্প ও পঞ্চতন্ত্রে’র একবিংশ রূপান্তর

‘ঈশপের গল্প ও পঞ্চতন্ত্রে’র একবিংশ রূপান্তর

এক ছেলে তার বাবাকে রাতের খাবারের জন্য এক নাম করা রেস্তোঁরায় নিয়ে গেল। সেটা ছিল শহরের এক অভিজাত এলাকায়। তারা তাদের রিজার্ভ করা স্থানে বসে কিছু অর্ডার দিল উপস্থিত ওয়েটার-কে। ওর্ডার দেওয়া বেশিরভাগ আইটেম-ই তার বাবার খুব প্রিয় । মনে পড়ল, অনেক দিন আগের কথা, বাসার সবাই মিলে একটা হোটেলে গিয়েছিল একবার। তখনো ও স্কুলে-ই পড়ে। বাবা খেতে বসে বলেছিলেন, কারো চরিত্র বুঝতে হলে, লক্ষ্য করবে, সে ওয়েটারের সাথে কিম্বা ব্যক্তিগত গাড়িচালকের বা গৃহকর্মীদের সাথে কেমন আচরন করে! জীবনে সে যখন যেখানে গিয়েছে, এই কথাটা আর ভুলেনি কোনো দিন। বাবা সব সময় বলতেন, কাউকে ভালবাসলে, তাকে দুটো জিনিস দিতে হয় ; সময় আর সম্মান। মনে হয় আরও একটু বেশি সময় দেয়া উচিত ছিল বাবাকে। কেন জানি বারবার এসব মনে হচ্ছিল আজ। দূর থেকে খাবার নিয়ে আসতে দেখে, বুক-পকেট থেকে ছোট্ট ওষুধ-বাক্সটা বের করে সে। বাবা-কে তিনটে ছোট ছোট ট্যাবলেট দেয় খাবার জন্যে। সেগুলো খেতে গিয়ে এক ছিলকে পানি গড়িয়ে পরে ওনার মুখের কোনা বেয়ে। তার বাবা হটাৎই অনেক দুর্বল হয়ে গেছেন। বয়েসের চেয়েও বেশি বৃদ্ধ মনে হয়। বাবাকে শখ করে খেতে দেখে ওর খুব ভাল লাগে। খাওয়ার সময় তার ধবধবে সাদা চেক শার্টে ও ট্রাউজারে খাবার মাখামাখি হয়ে যাচ্ছিল। পুরো রেস্তোরাঁ তখন ধনাঢ্য আর সৌখিন লোকে ভরা। বৃদ্ধ বাবা খেতে গিয়ে বেশ অস্বস্তি বোধ করছিলেন। মুখের খাওয়া হাত থেকে, মুখ থেকে পড়ে যাচ্ছিল। আশপাশের সবাই তখন বিরক্তি নিয়ে তাদের দিকে তাকাচ্ছে। ছেলেটি কিন্তু শান্তভাবে খেতে খেতে বাবার সাথে কথা বলতে থাকে। সে মোটেও বিব্রত বোধ করে না। বাবার খাওয়ার শেষে ছেলে তাকে ধির-স্থিরে ‘ওয়াশ রুমে’ নিয়ে গেল। তারপর কাপড়ে লেগে যাওয়া খাবারগুলো মুছে দিল পরম যত্নে। দাগ তুলে দিল চামড়ার পাম-শু জোড়া থেকে, চুল আঁচড়ে দিল এবং তার কালো চশমাটা ভালোভাবে মুছে, আবার পরিয়ে দেয়। যখন তারা ওয়াশ রুম থেকে বের হয়ে আসল, পুরো রেস্তোরাঁয় পিনপতন নীরবতা। সবাই তাদের দুজনকে দেখছিল। আধুনিক সংস্কৃতিতে বুঝতে পারছিল না কীভাবে একজন মানুষ নিজেকে জনসম্মুখে এভাবে বিব্রত করতে পারে। ছেলেটি বিল পরিশোধ করে দিয়ে, তার বাবাকে নিয়ে তখন হেঁটে বের হয়ে যাচ্ছে। এমন সময় রেস্তোরার অতিথিদের মধ্যে একজন বৃদ্ধ কিন্তু শক্ত গড়নের মানুষ চেঁচিয়ে ওঠে ছেলেটিকে বললেন, তুমি কি কোনো কিছু রেখে গেছ বাবা? হটাৎই এমন স্নেহমাখা কথা শুনে ছেলেটি একটু অপ্রস্তুত হয়ে গেল। প্রত্যুত্তরে বলল, না-তো স্যার। তখন বৃদ্ধ মানুষটি দৃঢ় ভাষায় বলল, অবশ্যই তুমি কিছু রেখে গেছ! তুমি সব পুত্র, কন্যা ও আশা করি সব বাবা-মার জন্য আজ এখানে একটা বিশাল শিক্ষা রেখে গেলে। মুহূতেই পুরো রেস্তোরাঁয় এক ঝটকা লিলুয়া বাতাস বয়ে গেল। আরো নীরব হয়ে গেল পুর পরিবেশ আহঙ্কার আর লজ্জার এক যুগল মিশ্রণে।

নির্যাস : একজন সুন্দর মানুষের বৈশিষ্ট্য হলো সে সব সময় অন্যের মধ্যে সৌন্দর্য দেখতে পায়।

ডা. রুবায়ুল মোরশেদ : চিকিৎসক, গবেষক, কাইন্ডনেস এবং হ্যাপিনেস

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

রাবিতে কনসার্ট বাতিল করল আর্টসেল, নেপথ্যে ছাত্রলীগের হুমকি?

পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের হুঁশিয়ারি

নেইমারের ভিলায় বাজল অ্যাশেজের গান

ইউক্রেনের হয়ে চুক্তি করতে আসিনি : ট্রাম্প

যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ 

কবুতরও ‘দুধ’ দেয় কিন্তু কীভাবে

ধোনিকে নিয়ে গুরুতর অভিযোগ শেবাগের

ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

সৈকতে নেমেছিলেন চার বন্ধু, ঢেউয়ে ভেসে একজনের মৃত্যু

১০

সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে গিয়ে দুর্ঘটনার কবলে প্রধান নির্বাহী

১১

দিল্লিতে মুঘল সম্রাটের সমাধিস্থলে ভবন ধস, নিহত ৫

১২

জানুন মাথাব্যথার যত ধরন

১৩

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

১৪

জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেবেন ৩ বাহিনী প্রধান

১৫

পানিবন্দি পুরো এলাকা, মরদেহ দাফনে চরম সংকট

১৬

খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার খাবার বিতরণ

১৭

১৫ আগস্টের গণভোজ খেতে গিয়ে আটক ৩

১৮

সীমান্তে ভারতীয় মদসহ বিপুল চোরাই পণ্য জব্দ

১৯

থাইরয়েডের সমস্যায় ভুগছেন, বুঝবেন যেসব লক্ষণে

২০
X