শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০
কালবেলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাল্টাপাল্টি আল্টিমেটাম জনগণের কষ্ট বাড়াবে, সুযোগ নেবে তৃতীয় পক্ষ

দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) ‘আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি আলটিমেটাম’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত থেকে বাছাইকৃত মতামতগুলো প্রকাশ করা হলো।

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি আলটিমেটামকে পাঠক সমাজ বিভিন্নভাবে মূল্যায়িত করেছেন। এ প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

মোয়াজ্জামান হোসেন লিখেছেন, আল্টিমেটাম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। গণতান্ত্রিক দেশে আল্টিমেটাম দেওয়ার অধিকার রাখে রাজনৈতিক দলগুলো। বিএনপি বিরোধী দল। এ জন্য তারা এই অধিকার রাখে। কিন্তু আওয়ামী লীগ তো ক্ষমতাসীন দল তারা কীভাবে বিরোধীদলকে আল্টিমেটাম দেয় যে আল্টিমেটাম শেষ হলে বিএনপিকে গুড়িয়ে দেওয়া হবে। এই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, সামনের নির্বাচন কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

সাইদুল হক চৌধুরী লিখেছেন, আন্দোলন চাঙ্গা করতে বিএনপি মরিয়া, পাশাপাশি নেতাকর্মীদের সরকার বিরোধী আন্দোলনে আস্থা ও মনোবল শক্তিশালী করে এবং হারিয়ে যাওয়া মনোবল ফিরিয়ে আনতে এই আল্টিমেটাম বলে মনে হয়। আওয়ামী লীগ আন্দোলন বাধাগ্রস্ত করতে নেতা কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন সভা সমাবেশে পাল্টা আল্টিমেটাম দিয়ে যাচ্ছে।

বিএনপির উদ্দেশে হেদায়তুল্লাহ মিয়া লিখেছেন, দীর্ঘ পনেরো বছর যাবত বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্তি করতে পারলো না, বিএনপির মুখে আন্দোলনের কথা মানায় না। তাদের উচিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সন্ধি করে সরকারের মতামত মেনে চলা।

মো. রিপন আহমেদ চৌধুরী লিখেছেন, এটা তথাকথিত গণতন্ত্রের নামে গলাবাজির বহিঃপ্রকাশ। ব্যক্তিত্ব ও রাজনীতি অর্থাৎ নীতির রাজা সেটা যদি থাকতো এবং বর্তমান রাজনীতিবিদরা সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং জনগণ বান্ধব হলে ভেবে চিন্তে গলা বাজাতো। যেমন খেলা হবে, অন্তর জ্বালা, ১০ ডিসেম্বর পর অমুক হবে। সব তথাকথিত বেসামাল কথাবার্তা যা জাতিকে লজ্জিত করে।

দুই দলের পাল্টা পাল্টি আল্টিমেটাম নিয়ে জাহিদুল ইসলাম জাহিদ লিখেছেন, পাল্টা পাল্টি আল্টিমেটাম দিলে কখনোই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণতন্ত্র ফিরিয়ে আনতে আল্টিমেটাম দেওয়াটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার- এটাই করছে বিএনপি। আওয়ামী লীগ যেটা করছে এটা বাকশাল স্বৈরাচার।

নাঈম ইসলাম লিখেছেন, আওয়ামী লীগ এখন ভিসানীতির ভয়ে পদত্যাগ করবে না। আর এখন পর্যন্ত বিএনপির এমন কোনো শক্তি মাঠে দেখাতে পারে নাই যাতে সরকার পতন হবে। তাই আপাতত আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি/আল্টিমেটাম দিয়ে বিদেশিদের বুঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগের যথেষ্ট জনপ্রিয়তা আছে।

গত দুটি জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নুর মুহাম্মাদ লিখেছেন, বিগত ২টি নির্বাচন যেহেতু প্রশ্নবিদ্ধ হয়ে দেশ ও দেশের বাইরে চরমভাবে সমালোচিত হয়েছে সেহেতু বিএনপি বা সমমনা দলগুলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। বিএনপি তাদের দাবিদাওয়া আদায়ে আন্দোলন করবেই। আওয়ামী লীগের তথাকথিত আল্টিমেটাম তাদের অগণতান্ত্রিক মনোভাবেরই বহিঃপ্রকাশ। বিরোধীদের আন্দোলন ঠেকাতে আল্টিমেটাম দিয়ে ভীত রাখতে চায়। যা একটি অকৌশল বৈ কিছুই নয়। বিএনপির উচিত তাদের যৌক্তিক দাবি আদায়ে কোনো প্রকারের ছাড় না দেওয়া। সরকার জনগণের পালস বুঝতে চাইলে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

এস এম শামীম রেজা লিখেছেন, বিএনপির আল্টিমেটাম দেশ ও গণতন্ত্র রক্ষার। আর আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে পড়েছে, তাই বিএনপিকে কপি করাই তাদের এখন শেষ পন্থা। দলের মনোবল চাঙ্গা রাখার জন্যই আল্টিমেটাম।

সরকারের সমালোচনা করে এমডি বোরহান উদ্দিন লিখেছেন, এটাই কী রাজনীতি? সব তো দেখি কপি পেস্ট এর খেলা! বিএনপি তাদের কর্মসূচি দিবে আর আপনারা গিয়ে ওইটা পেস্ট করেন, যার কারণে বাংলার জনগণ আপনাদের নোংরা রাজনীতি থেকে অনেক দূরে! যদিও বলা হয়, জোর যার মুল্লুক তার! প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জনগণের অধিকার ফিরিয়ে দেন, তা না হলে হয়তো পরিস্থিতি ভিন্নও হতে পারে।

রুবেল মোস্তাফিজ লিখেছেন, মূল বিষয় আলোচনার বাহিরে রেখে এসব কঠোর কর্মসূচি দেশের জন্য, গণতন্ত্রের জন্য সুখকর নয়। উভয় দলকেই সমঝোতার মধ্যে আসতে হবে, না হলে জনগণের জন্য শুধু কষ্ট হবে। আর তৃতীয় পক্ষ সুযোগ নিবে যার ফলাফল ভালো হবে না।

বর্তমান বাংলাদেশের রাজনীতির সমালোচনা করে এমডি মাসুদ রানা লিখেছেন, বর্তমান বাংলাদেশের রাজনীতি যে পরিস্থিতিতে আছে একজন সুস্থ ও বিবেকবান মানুষ ও পরবর্তী জেনারেশন রাজনীতির নাম শুনলে তামাশা করবে। আওয়ামী লীগ দেশটাকে এক ভয়ানক পরিস্থিতিতে ফেলতে চলছে। দেশ ও জাতি সুন্দরভাবে পরিচালনার জন্য রাজনীতিকে সুস্থধারায় আনতে হবে।

শাহ আব্দুল্লাহ বাকি লিখেছেন, বিএনপির আল্টিমেটাম হচ্ছে তাদের নেত্রীকে সুচিকিৎসা দেওয়ার জন্য। এটা প্রাপ্য। কিন্তু আওয়ামী লীগ যে আলটিমেটাম দিয়েছে তা শুধুই প্রতিহিংসার রাজনীতি ছাড়া কিছুই না। কিন্তু এটা কোনো গণতান্ত্রিক দেশে কাম্য নয়।

মো. সাজ্জাদ হোসাইন লিখেছেন, বিএনপি জনগণ ও আমেরিকা-ইউরোপীয় ইউনিয়নসহ তাদের সমর্থন নিয়ে সরকারকে আল্টিমেটাম দিচ্ছে আর আওয়ামী লীগ নিজের দল ও সরকারের কর্মকতাদের চাঙ্গা করতে বিএনপিকে আল্টিমেটাম দিচ্ছে।

মো. ফয়সাল আরেফীন লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের আল্টিমেটাম শুধু জনগণকে চাঙ্গা রাখার জন্য। আর বিএনপির যেই আল্টিমেটাম সেটা সংবিধান অনুযায়ী প্রাপ্য।

ফেরারী জীবন লিখেছেন, জনগণের কথা ভেবে দুই দলকে সমঝোতায় আসতে হবে। এটাই চাওয়া আমাদের সাধারণ মানুষের।

এ.জেড. এম রাকিব লিখেছেন, আর একটি যুদ্ধ বাংলাদেশে হোক। যে যুদ্ধ হবে অনিয়মের বিরুদ্ধে। পেশি শক্তির বিরুদ্ধে। শ্রীলঙ্কার রাজাপাকসের কথা আমরা জানি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই হবে শেখ হাসিনাকে।

হাসিবুর রহমান লিখেছেন, আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে দেশের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাদের কারণে বাংলাদেশকে স্যাংশন নামক কলঙ্কের তিলক পরতে হয়েছে। যদি তাদের নূন্যতম আত্মসম্মানবোধ থেকে থাকে অবশ্যই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করবে।

রতন জেসিডি লিখেছেন, আওয়ামী লীগের আল্টিমেটাম দলকে চাঙ্গা রাখার জন্য, বিএনপির আল্টিমেটাম সংবিধান এবং ভোটের অধিকার রক্ষার জন্য।

মুরাদুল ইসলাম লিখেছেন, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আইনের শাসনের কোন মূল্য থাকে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আইনের সুশাসন ব্যবস্থা অতি জরুরি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হিসেবে আইনের সুশাসন প্রতিষ্ঠা করাই মুশকিল।

গ্রন্থণা : উজ্জ্বল হোসেন

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে : হিরো আলম

নিম্নচাপ নিয়ে ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি আবহাওয়া অধিদপ্তরের

ওপিসিডব্লিউ’র ‘দ্য হেগ অ্যাওয়ার্ড’ পেলেন বুয়েটের অধ্যাপক সুলতানা রাজিয়া

বিশ্ব ইতিহাসে পার্বত্য শান্তি চুক্তি একটি বিরল ঘটনা : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের সিরিজ জয়

ইউরোপ-আমেরিকার দিকে চেয়ে থাকলে পরিবর্তন হবে না : ভিপি নুর

নির্বাচন নিয়ে মানুষের কোনো উচ্ছ্বাস-আগ্রহ নেই : মঈন খান

গণঅধিকার পরিষদের একাংশের ওপর নুরের অনুসারীদের হামলার অভিযোগ

এএলআরডি-কালবেলা গোলটেবিল বৈঠক / সমবায় আইনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ রয়ে গেছে

রাবির সাবেক ছাত্রসহ দুজন হিযবুত তাহরীর ‘সন্দেহে’ গ্রেপ্তার

১০

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা বর্তমান এমপির

১১

কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ১২

১২

একজন অনুকরণীয় ও প্রকৃতি প্রেমিক রাজনীতিবিদ

১৩

কাসাভার ১৩ পদের খাবার তৈরি করলেন বাকৃবির গবেষক

১৪

এবার মালিতে বিধ্বস্ত আর্জেন্টিনা

১৫

তাপমাত্রা কমতে শুরু করেছে শ্রীমঙ্গলে

১৬

আগমন

১৭

ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, দুবাই থেকে / জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৮ ও বাংলাদেশ

১৮

কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে যুবক নিহত

১৯

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি’

২০
X