কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১১:০১ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার্থীদের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দায়ভার কে নেবে?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনিক কালবেলায় ২১ নভেম্বর (মঙ্গলবার) ‘রাজনৈতিক অস্থিরতায় শুরু হচ্ছে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা। ২৭ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য এ পরীক্ষা পেছানোর দাবি করেছেন পরীক্ষার্থীরা।’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত থেকে বাছাইকৃত মতামত প্রকাশ করা হলো।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর হরতাল-অবরোধের কারণে আতঙ্কে রয়েছে সর্বস্তরের মানুষ। এর মধ্যে আগামী ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচির কারণে পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা। এ বিষয়ে কালবেলার পাঠকরা বিভিন্ন মতামত দিয়েছেন। এর মধ্য থেকে বাছাইকৃত মতামতগুলো প্রকাশ করা হলো।

তামজিদ হোসেন পাভেল লিখেছেন, ‘যেহেতু পরীক্ষাটা ১৫ দিন ধরে চলবে। চাকরিপ্রার্থীরা যেকোনো দিন যেকোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এতে তাদের সারা বছরের চেষ্টা বৃথা হয়ে যাবে। আর বিসিএস লিখিত পরীক্ষা একটা স্ট্রেসফুল পরীক্ষা। পরীক্ষার হলে যেতেই যদি রাস্তায় একটা খারাপ অবস্থার সম্মুখীন হন তাহলে ভালো এক্সাম দেওয়া আর সম্ভব হবে না। সুতরাং পিএসসির উচিত হবে হরতাল অবরোধ বিহীন একটা স্বাভাবিক পরিবেশে পরীক্ষা আয়োজন করা।’

সাহেব জাদা আশিক লিখেছেন, ‘অনেক নারী পরীক্ষার্থী আছেন যারা তাদের গর্ভে সন্তান ধারণ করছেন। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সেই সব সন্তানসম্ভবা নারী কীভাবে ঝুঁকি নিয়ে রাস্তায় বের হবে? আমাদের নিজের পরিবারের সদস্য গর্ভবতী হলে এই অবস্থায় রাস্তায় তাদেরকে বের হতে দিতাম? আশাকরি, পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ চেয়ারম্যান স্যার বিষয়গুলো ভেবে দেখবেন।’

কাজী তুষার লিখেছেন, ‘এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া উচিত নয় কোনোভাবেই। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই এখন। যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে। কোথায় কখন কী ঘটবে কেউ বলতে পারে না। পরীক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসবে ঢাকায়। সপ্তাহের ৪ দিন থাকে অবরোধ। আর এসব কর্মসূচি যেদিন থাকে তার আগের দিন থেকে শুরু হয় জ্বালাও পোড়াও। সার্বিক দিক বিবেচনায় নিয়ে পরীক্ষা পিছিয়ে দেয়াটাই শ্রেয়।’

সোহানুর রহমান লিখেছেন, ‘ কর্ম করে তার দিকে চেয়ে থাকা, তার প্রতি নির্ভরশীল একটি পরিবারের মুখে হাসি ফোটানোই একজন চাকরিপ্রার্থীর উদ্দেশ্য। চাকরিপ্রার্থীরা অবশ্যই চাইবে চাকরির পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি একটি চাকরির ব্যবস্থা করতে। কিন্তু এ রকম রাজনৈতিক অস্থিরতায় ১৫ দিনব্যাপী বিসিএস লিখিত পরীক্ষা দেওয়া মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়, যেখানে হরতাল অবরোধে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও আর ককটেল বিস্ফোরণের মত ঘটনা ঘটছে। তাই পরীক্ষা পিছিয়ে নির্বাচন পরবর্তী যেকোনো স্থিতিশীল সময়ে নিতে বেকারবান্ধব পিএসসির কাছে অনুরোধ থাকবে।’

মো. হাছান লিখেছেন, ‘এমনিতে রাস্তাঘাটে বের হওয়া আর পরীক্ষার উদ্দেশে রাস্তায় বের হওয়া এক নয়। ৪ ঘণ্টা পরীক্ষা দিতে যাওয়ার সময় এমনিই মানসিক প্রেসার থাকে, তার উপরে যদি জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বের হতে হয়, কী পরিমাণ মানসিক প্রেসার হতে পারে, এটা নিশ্চয় পিএসসির কর্তাব্যক্তিরা বুঝবেন। আমরা ভবিষ্যত জীবন সুন্দর করার জন্য পরীক্ষা দেই, ধ্বংস করার জন্য নয়।’

মাশিউর ফারায়েজি লিখেছেন, ‘দূরপাল্লার যানবাহন চলাচলের অসুবিধা তো রয়েছেই। ব্যাংকের সিনিয়র অফিসার পোস্টের পরীক্ষা দিতে ঢাকায় যেতে পারলাম না শুধু এই হরতাল অবরোধের ফলে, দূরপাল্লার যানবাহন চলাচলের অসুবিধার কারণে। প্রতিদিন এই জ্বালাও পোড়াও অবস্থার কারণে ভীত সন্ত্রস্ত জীবন। পরীক্ষা পেছানোর জন্য কর্তৃপক্ষের অনুরোধ করছি।’

দীপক চন্দ্র শূত্রধর লিখেছেন, ‘প্রতিটি মানুষের কাছে তার নিজের জীবন, তার নিজের প্রতিটি অঙ্গ কতটা মূল্যবান হয়তো সে-ই জানে। প্রতিটি পরীক্ষার্থীর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে পিএসসির প্রত্যেক সদস্যকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান রইলো। আশা করি, একজন সচেতন মানুষ হিসেবে জেনেশুনে অন্য একজন মানুষকে ক্ষতির মুখে ফেলে সৃষ্টিকর্তার কাছে পিএসসির কোনো কর্মকর্তা দায়বদ্ধ থাকবেন না।’

মিজানুর রহমান লিখেছেন, ‘রাজনৈতিক অস্থিরতার মধ্যে পরীক্ষা নেওয়া কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না। বিশেষ করে হরতাল অবরোধের মধ্যে। যদি কোনো পরীক্ষার্থী রাজনৈতিক সহিংসতার শিকার হয়, এর দায়ভার কে নেবে?’

নুসরাত রহমান খান লিখেছেন, ‘নির্বাচনকালীন এই সময়ে নানাভাবে হ্যারেজমেন্টের শিকার হওয়ার ভয় থাকে। অনেক সময় মেস বা হোটেলে পুলিশি তল্লাশি চালানো হয়, রাস্তাঘাটেও বার বার চেকিংয়ের শিকার হতে হয়। এ ছাড়াও নির্বাচনী প্রচার, প্রচারণা মাইকিং পরীক্ষার পরিবেশ নষ্ট করে দেয়। এসব বিবেচনায় পরীক্ষা নির্বাচন পরবর্তী সুষ্ঠু পরিবেশে আয়োজন করা একান্ত জরুরি।’

আসিফ শাহরিয়ার লিখেছেন, ‘বিসিএস পরীক্ষা শুধুই একটা পরীক্ষা না যে বাসা থেকে গেলাম আর এক্সাম দিয়ে বাসায় চলে আসলাম, এর সাথে জড়িত মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়। কিন্তু এই অবস্থায় এক্সাম নিলে ককটেল আগুনের ভয় মনে নিয়েই এক্সাম হলে যেতে হবে, যা ভালোভাবে এক্সাম দেওয়ার পক্ষে একদম সম্ভব না। আর এই অবস্থায় নারী পরীক্ষার্থীরা কীভাবে এক্সাম দিবে তা বোধগম্য নয়। এক্সাম নিয়ে তো নিয়োগ দিয়ে দিচ্ছে না, এই এক্সামের ফল দিবে ১ বছর পরে, সো এই কঠিন রাজনৈতিক অস্থিরতায় আমাদের ‘হাত পা বেঁধে’ এক্সাম হলে পাঠাতে হবে কেন? আশাকরি পিএসসির মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে শুভবুদ্ধির উদয় হবে।’

মাহমুদুল হাছান লিখেছেন, ‘হরতাল-অবরোধ, রাজনৈতিক অস্থিতিশীলতায় জনমনে শঙ্কা বিরাজ করছে। এই পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুত হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের চেষ্টার পর কমবেশি সবারই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি রয়েছে কিন্তু এ শঙ্কার মধ্যে পরীক্ষা নিয়ে পিএসসি আমাদেরকে আশাহত করবে না বলে আশা করছি।’

আশরাফুল সৌরভ লিখেছেন, ‘বিপিএসসি একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান। তারা নিশ্চই শিক্ষার্থীদের দুর্ভোগ সম্পর্কে ভাববে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নিবে, এটাই আমাদের প্রত্যাশা।’

প্রিন্স মাহফুজ লিখেছেন, ‘দেশের এমন অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানো জরুরি। প্রতিদিন গাড়িতে জ্বালাও পোড়াও হচ্ছে। তা ছাড়া তপশিল ঘোষণা হয়ে গেছে। এর মাঝে জোর করে পরীক্ষা নেওয়াটা কতটা যুক্তিযুক্ত বিবেচনার দাবি রইল। নির্বাচনের পর (মাত্র ২ মাস পর) পরীক্ষাটা নিলে মনে হয় খুব একটা ক্ষতি হবে না দেশের। বরং হরতাল অবরোধে পরীক্ষা হলে কোনো পরীক্ষার্থীর রাস্তায় কোনো অপ্রীতিকর কিছু ঘটলে এর দায়ভার পিএসসির উপর বর্তাবে।’

সাকাওয়াত হোসেন, ‘পিএসসির কাছে আকুল আবেদন যেসব পরীক্ষার (৪৩তম, ৪৪তম) কার্যক্রম এখনও শেষ হয়নি। আপনারা সেগুলো নিয়ে দ্রুত কাজ করুন। ৪৫তম বিসিএস নির্বাচনের পরে নিলে তেমন বড় ক্ষতি হয়ে যাবে না। আশা করি এ বিষয়ে পিএসসির শুভ বুদ্ধির উদয় হবে।’

ম্যাথিউ লিখেছেন, ‘বেকারের উপর খাঁড়ার ঘা! এই পরিস্থিতিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে এক্সাম দিতে গেলে দৈনিক ১ হাজার টাকা সিএনজি ভাড়া যাবে। পুরো পরীক্ষাতে যাবে ৭/৮ হাজার টাকা, যা আগে পুরো এক্সাম দিতাম ১ হাজার টাকায়। তার সাথেতো জীবননাশের আশাঙ্কা আছেই। এক্সাম স্থগিত চাই।’

আসিফ আহমেদ লিখেছেন, ‘৪৫তম বিসিএসের একজন লিখিত পরিক্ষার্থী হিসাবে বলছি, বর্তমান পরিস্থিতে ঢাকায় গিয়ে ১২/১৩ দিন থেকে পরীক্ষা দেওয়া আমদের জন্য প্রায় অসম্ভব হবে। আমাদের জীবনের নিরপত্তার বিষয়টা না হয় বাদই দিলাম, কিন্তু কোনো কারণে কেন্দ্রে পৌঁছাতে ২ মিনিট দেরি হলেই তো এতদিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাই পিএসসি ও নির্বাচন কমিশনের প্রতি আকুল আবেদন, আপাতত পরীক্ষাটা স্থগিত করে নির্বাচনের পরে পরীক্ষা নিলে চিরকৃতজ্ঞ থাকবো। আশা করি আপনারা বিষয়টা সদয়দৃষ্টিতে দেখবেন।’

মিনহাজ আহমেদ লিখেছেন, ‘পরীক্ষা পিছিয়ে বাকি বিসিএসগুলোর কাজ এই মুহূর্তে করে ফেলা যৌক্তিক। তখন ২-৩ মাস পরে পরীক্ষা নিলেও চাপ কম থাকায় এটার প্রভাব পড়বে না। ১৫ দিন এমনিতেই ট্রমার মধ্য দিয়ে যেতে হবে। স্বাভাবিক অবস্থাতেই ঢাকা শহরে চাপে থাকতে হয় জ্যাম নিয়ে। আর এখন যে অবস্থা যানবাহন পাওয়ার পাশাপাশি জীবনের ঝুঁকি তো থেকেই যায়। হয়তো সবার সাথে কিছু হবে না। কিন্তু এক দুই জনের সাথে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটানা ঘটা মানে পুরো পিএসসি প্রশ্নবিদ্ধ হবে।’

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ইমারত শ্রমিকের মৃত্যু

অটোরিকশাচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

চাঁদার ৫০ টাকা না পেয়ে হত্যা, ৮ বছর পর যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

ইরানের সরকার আসলে কীভাবে পরিচালিত হয়?

আরও ২২ জন করোনা শনাক্ত

ঢাকায় ম্যানেজার পদে চাকরি দেবে বিকাশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কার্নিভাল অনুষ্ঠিত 

নোয়াখালীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

১০

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

১১

অবসর নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি ধোনি

১২

বৃক্ষ সংরক্ষণ-সম্প্রসারণে গবেষণা বৃদ্ধি করা হবে : বনমন্ত্রী

১৩

স্নাতক পাসে সেলস ম্যানেজার নেবে এসিআই

১৪

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৫

মাকে খুঁজতে গিয়ে হারিয়ে গেল সোহান

১৬

দেশের বাজারে টাটা যোদ্ধা

১৭

রাতেই কোথাও ৮০, কোথাও ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

বাংলাদেশের খেলা দেখেন না মাশরাফী   

১৯

প্রথমবারের মতো জবিতে প্রকাশ হলো ২ খণ্ডের জার্নাল

২০
X