বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। মৌখিক পরীক্ষা আগামী ২০ মে থেকে শুরু হয়ে আগামী ২৪ জুন পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এই সময়সূচি সাধারণ ক্যাডার এবং সাধারণ ও কারিগরি অথবা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে।
সোমবার (৫ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিপিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বি.সি.এসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ও কারিগরি অথবা পেশাগত উভয় ক্যাডার এবং সাধারণ ক্যাডারের পদসমূহের রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়সূচি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক ওয়েবসাইট https://www.google.com/search?q=https://bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে।
বিপিএসসি আরও জানায়, যুক্তিসঙ্গত কারণে প্রকাশিত সময়সূচিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধন করার অধিকার রাখে।
মন্তব্য করুন