ভারতে ব্যাপক পরিসরে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ভারতের সাম্প্রতিক হামলার জবাবে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামক এক বড় পরিসরের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। শনিবার জিও নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইসলামাবাদের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
খবরে বলা হয়, এই হামলায় পাকিস্তান অন্তত ২০টি ভারতীয় সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। সেনা সূত্রের দাবি, এটি ছিল নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে এবং পাকিস্তানের ভূখণ্ডে চালানো সাম্প্রতিক ভারতীয় হামলার প্রতিক্রিয়া।
গত ৫ ও ৬ মে রাতে ভারত পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারত দাবি করে, এই হামলা ‘সন্ত্রাসবাদী ঘাঁটি’ লক্ষ্য করে চালানো হয়েছে। এটি ছিল গত মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হওয়া হামলার প্রতিশোধ। তবে পাকিস্তানের মতে, এই হামলায় বেসামরিক মানুষ নিহত হয়, যা তাদের প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে।
পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা জিও নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, তারা পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে পাল্টা হামলা চালিয়েছেন। এই হামলাগুলো ‘নির্ভুলভাবে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এবং আন্তর্জাতিক আইন মোতাবেক’ চালানো হয়েছে।
ভারতের কোন কোন সামরিক অবস্থান ও স্থাপনায় হামলা চালানো হয়েছে তার একটি তালিকা জিও নিউজকে দিয়েছেন অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত শীর্ষ এক সেনা কর্মকর্তারা। তালিকা অনুযায়ী পাকিস্তানের লক্ষ্যবস্তু ও সফল হামলার মধ্যে উল্ল্যেখযোগ্য –
উত্তর ভারতের উধমপুর বিমানঘাঁটি : পাকিস্তান সামরিক বাহিনীর দাবি- উধমপুর সামরিক ঘাঁটির এয়ার ডিফেন্স ইউনিট পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জালন্ধর : সামরিক বিমানঘাঁটিতে একাধিক বিস্ফোরণ। আদমপুর : ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার মুকুটমণি S-400 সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। হালওয়ারা ও পাঠানকোট : বিমানঘাঁটি ও অস্ত্রাগারে টার্গেটেড হামলা চালানো হয়েছে। চণ্ডীগড় : প্রধান অস্ত্র ভাণ্ডার ধ্বংস।
জম্মু ও কাশ্মীর এবং সীমান্ত এলাকা শ্রীনগর : পাকিস্তান দাবি করেছে, শ্রীনগর বিমানঘাঁটিতে তাদের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এতে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছে। উরি, রাজৌরি ও দেহরংগাড়ি : সামরিক ব্রিগেড হেডকোয়ার্টার, গোলাবারুদ ডিপো ও আর্টিলারি পজিশনে সফল আঘাত। জম্মু ও কাশ্মীরের গোয়েন্দা কেন্দ্র : পাকিস্তানের দাবি, একটি গোপন ভারতীয় গোয়েন্দা কেন্দ্র ধ্বংস হয়েছে।
পশ্চিম ও দক্ষিণ ভারত গুজরাট ও রাজস্থান : একাধিক সামরিক ঘাঁটি, রাডার ইউনিট ও সরবরাহ চেইন ধ্বংস করা হয়েছে। বাথিন্ডা ও সিরসা : দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত করে। বিয়াস : ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের গোপন সংরক্ষণাগার সম্পূর্ণ ধ্বংস।
দিল্লি অঞ্চল হিসার : হিসারের কাছে একটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে। দিল্লিকে ‘পরবর্তী সম্ভাব্য লক্ষ্যবস্তু’ হিসেবে নজরদারিতে রাখা হয়েছে।
ভারতের ২০টি সামরিক স্থাপনায় পাকিস্তানের সফল আঘাতের দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দিল্লি। তবে ভারত স্বীকার করেছ, পাকিস্তান তাদের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ভারত জানিয়েছে, তাদের সেনাবাহিনী ও প্রতিরক্ষা দপ্তর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ও প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, ভারত এই হামলার কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে এবং জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে।
মন্তব্য করুন