অধ্যাপক ডা: মনিলাল আইচ লিটু
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ
অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু

‘চোখ বেঁচে থাক চোখের আলোয়’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সভাপতি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংক। বাংলাদেশের ১৪ লক্ষ অন্ধ ব্যক্তির মধ্যে ৫ লক্ষ কর্নিয়াজনিত অন্ধ। বাংলাদেশের যেহেতু কর্নিয়াজনিত অন্ধত্ব নিয়ে কোনো সঠিক পরিসংখ্যান নেই তাই আমরা ভারতের অন্ধ্রপ্রদেশের একটি পরিসংখ্যানকে ব্যবহার করে তুলনামূলক আলোচনা করছি। এই পাঁচ লক্ষ অন্ধ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে হলে বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ কর্নিয়া পাওয়া যায় এবং করনিয়ার অপারেশন হয় তাতে প্রায় ছয় থেকে সাত হাজার বছর লাগবে।

এ যুগে এসে এত মানুষকে অন্ধত্বের মধ্যে রেখে আমরা আমাদের সামাজিক অর্থনৈতিক কোনো মানদণ্ডেই নিজেদের উন্নত বলে দাবি করার সুযোগ নেই। তাই এই জনগোষ্ঠীকে যদি আমরা মূল স্রোতের সাথে সম্পৃক্ত করতে চাই অর্থনীতির সাথে সম্পৃক্ত করতে চাই তাহলে আমাদের অবশ্যই তাদের অন্ধত্ব নিবারণ করতে হবে এবং এটা নিয়ে ভাবতে হবে। আসুন আমরা আলোচনা করি কীভাবে কর্নিয়াজনিত অন্ধ মানুষদের পাশে দাঁড়ানো যায় এবং কীভাবে তাদেরই অভিশাপ থেকে মুক্ত করে অর্থনৈতিক এবং সামাজিক মূল স্রোতের সাথে সম্পৃক্ত করা যায়?

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ১৯৮৪ সাল থেকে এই অন্ধত্ব নিবারণের জন্য নিরলস কাজ করে আসছে। ৪০০০ এর অধিক কোনিয়া কালেকশন করেছে এবং সাড়ে তিন হাজারের মতো কর্নিয়াজনিত অন্ধ মানুষকে আলো ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। বিশাল এই অন্ধ জনগোষ্ঠীর জন্য এই পরিসংখ্যানটা মোটেও কোনো রিমারকেবল সফলতা না।

কর্নিয়া সংগ্রহ বাড়াতে হলে আমাদের কিছু স্বল্পমেয়াদি এবং কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

স্বল্প মেয়াদি পরিকল্পনা:

১) হাসপাতালে মৃত ব্যক্তির আত্মীয়স্বজনের কাছে কর্তব্যরত চিকিৎসক নার্স এবং সংশ্লিষ্ট অন্যান্যরা কর্নিয়ার জন্য আবেদন করা এবং হসপিটাল থেকে কর্নিয়াটি সংগ্রহ করে তা আই ব্যাংকে প্রেরণ করা।

২) এক্সিডেন্টাল ডেথ, যেগুলো পোস্ট মডেম হয় সেই ধরনের ডেড বডি থেকে কর্নিয়া সংগ্রহ করার জন্য হসপিটাল কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতা করলে প্রচুর পরিমাণে কর্নিয়া সংগ্রহ করা সম্ভব। অন্ধ ব্যক্তির চোখে তা সংযোজন করে সুন্দর পৃথিবী দেখানো সম্ভব।

৩) যারা সচেতন তারা হসপিটাল ছাড়াও বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তির পরিবারের কাছে মৃত্যুর পরে আবেদন করতে পারেন চোখের জন্য এবং তারা চোখ দিতে রাজি হলে সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংকে খবর দেওয়া।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা:

১) পাঠ্য পুস্তকে আই ডোনেশন সম্পর্কে গল্প অথবা প্রবন্ধ সংযোজন করা। বিখ্যাত চক্ষু দাদাদের গল্পগুলো শোনানো যাতে করে ছোট ছোট কমলমতি শিশুরা বুঝতে পারে চক্ষুদান একটি ভালো কাজ।

২) ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র ইত্যাদিতে চক্ষুদানের বিষয়ে একটি কলাম উল্লেখ রাখা যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে।

৩) ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের যারা ট্রেনিং করছে তাদের অবহিত করা মরণোত্তর চক্ষু দানে কোনো ধর্মীয় বাধা নেই এবং এই কথাটি যাতে তারা মসজিদে মসজিদে প্রচার করেন খুতবার সময়। এতে করে সাধারণ মানুষ বিষয়টিকে খুব সহজভাবে নিবেন।

আইনি সহযোগিতা:

২০১৮ সালের মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনটি চক্ষু দানের ক্ষেত্রে অনেকটা সহযোগী যা মানবদেহ অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ১৯৯৯ সংশোধনকল্পে প্রণীত হয়েছে। এখানে অনেক কিছুই সহজীকরণ করা হয়েছে। তারপরও এক্সিডেন্টাল ডেথ যেগুলোর পোস্টমর্টেম প্রয়োজন হয় এগুলির থেকে চোখ নেওয়ার বিষয়টি সংযুক্ত করলে আরও অধিক কর্নিয়া সংগ্রহের পথ উন্মুক্ত হবে এবং এই দেশের ৫ লক্ষ কর্নিয়াজনিত মানুষ তারা অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে।

ডা. মনিলাল আইচ লিটু: নাক, কান, গলা, থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ও সার্জন

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পালানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট?

প্লট দুর্নীতি / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু

ভাসমান বীজতলা তৈরিতে সফল খুলনার রোকেয়া

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

১০

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

১১

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

১২

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

১৩

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১৪

রাতে খাওয়ার পরও ক্ষুধা লাগার কারণ জেনে নিন

১৫

বৃষ্টি-গরম নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৬

প্রেমের স্মৃতি টেনে কিমের সঙ্গে দেখা করতে চাইলেন ট্রাম্প

১৭

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

১৮

নদীভাঙনের কবলে শতবর্ষী স্কুল, হুমকিতে মাঠ ও শহীদ মিনার

১৯

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

২০
X