পুলিশের গুলিতে নিহত গোলাম রব্বানীর পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৪ জুলাই) বিএনপির অন্যতম সেল ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের ব্যানারে কর্মযজ্ঞ পালন করা হয়।
সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীকে ২০১৪ সালের ১৮ জানুয়ারি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা দেখিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই এ পরিবারের দায়িত্ব তুলে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ দায়িত্ব থেকেই এবার তিনি গোলাম রব্বানীর পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য মাসুদ রানা লিটন, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আ খ ম আলমগীর সরকার, সদস্য সচিব মো. জহুরুল আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের নীলফামারী জেলার সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী, লক্ষ্মীচাপ ইউনিয়ন সেক্রেটারি আব্দুল ওহাব, টুপামারী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান মজনু চৌধুরী, টুপামারী ইউনিয়ন সেক্রেটার আব্দুল হাই মাসুম ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার জয়েন্ট সেক্রেটারি মশিউর রহমান মহান প্রমুখ।
এদিকে, নিহত গোলাম রব্বানীর স্ত্রী বাড়ি পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোলাম রব্বানী এবং শহীদ আতিক-এর কবর জিয়ারত করেন।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-সেলের মাধ্যমে সারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার জন্য ঘর নির্মাণ, মাসিক শিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন সহায়তামূলক কাজ শুরু হয়েছে।
মন্তব্য করুন