সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

যুগপৎ আন্দোলনের ঐক্যকে অটুট রাখবে বিএনপি : আমীর খসরু

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে আমীর খসরুসহ বিভিন্ন দলের নেতা। ছবি : কালবেলা
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে আমীর খসরুসহ বিভিন্ন দলের নেতা। ছবি : কালবেলা

জাতীয় ঐক্য সুসংহত রাখতে শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে প্রথম দিনে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি ও ন্যাপ ভাসানীর সাথে আলাদাভাবে এই বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, দেশের বর্তমান অবস্থা, বিভিন্ন শিল্পকারখানায় মহল বিশেষের অপতৎপরতা, ৩১ দফা সংস্কার প্রস্তাব, আগামী নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পরে এই প্রথম যুগপৎ আন্দোলনের যেসব দল ছিলো তাদের সঙ্গে মিলিত হয়েছি। যুগপৎ আন্দোলনে গড়ে ওঠা ঐক্যকে আমরা অটুট রাখতে চাই। দেশে বর্তমান প্রেক্ষাপটে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা দেখতে পারছেন বিভিন্ন মিল-ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, ঔষধ কারখানাগুলোতে ষড়যন্ত্র করে সেগুলোকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এখানে পেছন থেকে কারা এসব করছে সেটা আমরা সবাই জানি। এসব করে যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের দেশের অর্থনীতিকে অস্থির করতে চাচ্ছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। দেশটা যাতে স্থিতিশীল থাকে সেজন্য আমরা এক সঙ্গে কাজ করছি।

এছাড়াও তিনি বলেন, পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি সেটার জন্য আমরা সবাই এক সঙ্গে কাজ করছি, অন্তর্বতীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি।

রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এই ৩১ দফা নিয়ে আমরা জনগনের কাছে যাবো। কারণ জনগন এই সংস্কার চায়।

গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেন, আপনারা জানেন, গত সরকার যারা সংবিধানকে এমন ভাবে ব্যবহার করেছে, প্রশাসনকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে এতে রাষ্ট্র কাঠামোটাকে ধবংস করে ফেলা হয়েছে। সম্মিলিতভাবে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে এগুলোকে নির্মূল করতে চাই। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যেকোনো অবস্থাতেই ছাত্র-জনতার যে ঐক্য গড়ে উঠেছে সেটা আমরা ধরে রাখতে চাই। যেকোনো কিছুর বিনিময়ে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সামনে রেখে আজ ২৪ এর বিজয়কে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই, জাতির একটা সুন্দর জিনিস উপহার দিতে চাই।

বৈঠকে গণফোরামের মন্টু, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী এবং ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে দলের সহসভাপতি বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধের পর নাটকীয়তা

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

০৭ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৭ জুলাই : আজকের নামাজের সময়সূচি

সোমবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

৭ জুলাই / বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা

জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

১০

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিল বিএনপি

১১

‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প

১২

খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি

১৩

রকেটচালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা

১৪

পবিত্র আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : বিএনপি নেতা

১৫

জুলাই শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষিবিদদের দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

নৌপথে চাঁদাবাজি, যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

১৭

ইউএনও’র বিদায় অনুষ্ঠান শেষে ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

১৮

নকল ওষুধ ও প্রসাধনী কারখানায় অভিযান, একজনের কারাদণ্ড

১৯

বিএনপির শীর্ষ নেতারা সিলেট যাচ্ছেন কাল

২০
X