কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ এএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না : সাইফুল হক

চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট এলাকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সভায় কথা বলেন সাইফুল হক। ছবি : কালবেলা
চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট এলাকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সভায় কথা বলেন সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অবিলম্বে নির্বাচন কমিশন (ইসি) গঠন করে গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না এমন মন্তব্য করে তিনি বলেন, গণআকাঙ্ক্ষা অনুযায়ী একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তাদের মনোযোগ নিবদ্ধ করা প্রয়োজন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট এলাকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সভায় সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের সম্মিলিত ঐক্যকে ধরে রাখা দরকার। এই গণঅভ্যুত্থান ছাত্র-শ্রমিকসহ আপামর জনসাধারণের। এককভাবে কারও এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি করা সমীচীন নয়। বিরোধী রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ১৬ বছরের লড়াই-সংগ্রামের জমিনেই এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। গণঅভ্যুত্থান ছিল আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষের সীমাহীন পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্র-রাজনীতির মোড় পরিবর্তনের এক ঐতিহাসিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। রাজনৈতিক দলসমূহকে গণঅভ্যুত্থানের এই আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। রাজনীতির নামে পুরোনো জমানার দখলদারিত্বের কর্তৃত্ববাদী শাসনে ফিরে যাওয়ার আর কোনো অবকাশ নেই।

সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানে সত্যিকারের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা উঠে এসেছে তাকেও বাস্তবায়িত করতে হবে। এই ঐক্য বিনষ্ট বা প্রশ্নবিদ্ধ হলে গণঅভ্যুত্থানের গৌরব ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবে না; তাদের কোনো বিতর্কিত পদক্ষেপ গ্রহণেরও কোনো সুযোগ নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে পরামর্শ করে সংস্কারের আশু পদক্ষেপসমূহ নির্ধারণের আহ্বান জানান।

মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল বড়ুয়া মিলন, পার্টির রাঙ্গামাটি জেলার সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক জুঁই চাকমা, পার্টির চট্টগ্রামের সংগঠক ডা. আহমেদ কবীর, পুতুন আলী, স্বপন বড়ুয়া, আব্দুল মান্নান, শ্যামল বডুয়া, অরুণ ধর, জন্নি বডুয়া, শামসুল হক, মিলন বডুয়া প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মুকতাদির আজাদ খান।

সভায় মৃদুল বড়ুয়াকে আহ্বায়ক ও জনি আরাদের বড়ুয়াকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

যেসব এলাকায় শৈত্যপ্রবাহ আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস

বিশ্বকাপের জন্য এবার দল ঘোষণা করল ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

বিলাসবহুল হোটেল থেকে অস্কারজয়ী অভিনেতার মেয়ের লাশ উদ্ধার

মুস্তাফিজের পরিবর্তে যাকে দলে ভেড়াতে পারে কলকাতা

মাদুরোকে নিয়ে মুখ খুললেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

যে ৭ সময় ব্যবস্থাপনা কৌশল জানা থাকা জরুরি

ব্রিজের রেলিং ভেঙে নদে ট্রাক, করুণ পরিণতি

বেগম খালেদা জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ : আসাদুজ্জামান

১০

রাজধানীর শীত নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

১১

বিপুল তেলসম্পদে ভরপুর ভেনেজুয়েলার দায়িত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্র

১২

হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে বাঘ

১৩

নামাজে গিয়ে প্রাণে বাঁচলেন ৩৫ ছাত্র-শিক্ষক

১৪

এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে আজ

১৫

শীতকালে শরীর গরম ও সুস্থ রাখার জন্য সেরা খাবার

১৬

নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে মাদুরোকে

১৭

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৮

রাজধানীর যেসব এলাকায় মার্কেট রোববার বন্ধ

১৯

বিভিন্ন পদে জেলা পরিষদে চাকরির সুযোগ

২০
X