কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৮:০৪ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বর্তমান নির্বাচন ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে : সিপিবি

রাজধানীতে সিপিবির সমাবেশ। ছবি : কালবেলা
রাজধানীতে সিপিবির সমাবেশ। ছবি : কালবেলা

বর্তমান নির্বাচন ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়া এখন বাংলাদেশের মানুষের প্রধান দাবি। এ মূহূর্তে এর কোনো বিকল্প নেই। কাজেই জনগণের দাবিকে মেনে নিয়ে সরকারে অবিলম্বে এ ব্যবস্থা নিতে হবে।

আজ শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় নেতারা এসব কথা বলেন।

হামলা-মামলা দিয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না এমন হুঁশিয়ারি দিয়ে দলের নেতারা বলেন- এ মুহূর্তে দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিয়ে, ওই সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করতে হবে।

নেতারা প্রশ্ন করেন- আমেরিকা, ভারতের কথায় নির্বাচন হবে, নাকি দেশের জনগণের কথায় নির্বাচন হবে? নেতারা সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী অপশক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, জনমত উপেক্ষা করার পরিণতি ভালো হবে না।

পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শ্রমিকনেতা মাহবুব আলম, কেন্দ্রীয় নেতা ডা. সাজেদুল হক রুবেল, হাফিজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন- বিনা ভোটে ঘোষিত এ অগণতান্ত্রিক সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। শাসক গোষ্ঠী এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, এ সরকারসহ কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সমাবেশে মোহাম্মদ শাহ আলম বলেন, যে নির্বাচন ব্যবস্থা, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন ব্যবস্থার আমূল সংষ্কার করতে হবে। পুরো ব্যবস্থা বদল করতে হবে।

তিনি বলেন, বর্তমানে ক্ষমতায় যারা আছে এবং যারা শুধু ক্ষমতায় যেতে চায়। কেউই জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। তারা বিদেশি শক্তির ওপর ভর করে মসনদে বসতে চায়। এজন্যই বিদেশিদের দুয়ারে দুয়ারে ধরনা দেওয়া শুরু করেছে।

সমাবেশ থেকে জেলা উপজেলায় জনসভা ও সেপ্টেম্বরে ভোট ও ভাতের দাবিতে গণজাগরণ অভিযানের কর্মসূচি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃতিকের জন্মদিনে ব্যতিক্রমী পুনর্মিলন 

ইরানের নেতারা ফোন করেছেন, তারা বৈঠকে বসতে চায় : ট্রাম্প

ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী : ট্রাম্প

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভোট এলেই প্রতিশ্রুতি, হয় না সমাধান

সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে ছোট্ট সিনেমা ‘মা মনি’

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

শীতেও স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে যা খাবেন

১০

বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী গ্রেপ্তার

১১

ইয়াবা সেবনকালে ঢাকা কলেজের ২ শিক্ষার্থী আটক

১২

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা

১৩

আজ সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

১৪

বইছে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা কত

১৫

প্রতিদিন শরীরে কতটা প্রোটিন দরকার

১৬

নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

১৭

পরিস্থিতি খুব খারাপ হতে পারে, কিউবাকে ট্রাম্প

১৮

গাড়ি থামিয়ে হামিমের সঙ্গে হাত মেলালেন তারেক রহমান

১৯

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

২০
X