কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘অহেতুক সময় বিলম্ব করা হলে অস্থিরতা সৃষ্টি হতে পারে’

বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালে প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালে প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাটে জিয়া জন্ম উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, একদিন, একমাস অথবা এক বছরের মধ্যেই সব সংস্কার সম্পন্ন করা সম্ভব নয়। তাই অবাধ, নিরপেক্ষ, নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন হওয়া উচিত। সংস্কারের নামে কাল বিলম্ব না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, সততা এবং আন্তরিকতা ধারণ করে বিএনপি নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। জিয়াউর রহমান যেমন দেশ ও জাতির কল্যাণে জীবন বাজি রেখে কাজ করেছেন, ঠিক একইভাবে আমাদেরও কাজ করতে হবে।

তিনি বলেন, দেশে টেকসই সংস্কার এবং স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। গত ১৫ বছর আওয়ামী লীগ নির্বাচন ছাড়াই দেশ পরিচালনা করতে গিয়ে দেশকে অকার্যকর করে ফেলেছিল। দুর্নীতি, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবার অবৈধ অর্থ ও সম্পদ উপার্জনের মেশিনে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, গুম, খুনের বিচার অবশ্যই হতে হবে।

তিনি আরও বলেন, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিতদের শাসনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে দেশে পূর্ণাঙ্গ সংস্কার এবং রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে। দেশকে সক্রিয় ও কার্যকর করতে হবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সাম্য ও মানবিক রাষ্ট্র গড়তে হবে।

হালুয়াঘাট পৌর শহরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আলোচনা, জিয়া জন্মোৎসবে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, দুস্থ মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কনসার্ট ফর জিয়া’ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা এবং স্থানীয় ও আদিবাসী শিল্পীরা, সাংস্কৃতিক পরিবেশনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মো. শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আরফান আলী, আবু হাসান বদরুল কবীর, আলী আশরাফ প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে পুরান ঢাকায় রেলিং ধসে নিহত ৩ 

হঠাৎ ভূমিকম্প হলে নিজেকে রক্ষা করবেন যেভাবে

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, যা বললেন আজহারি

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে

পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ১০ ভূমিকম্প

ওটিটিতে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, মনোজ বাজপেয়ীর দুর্দান্ত প্রত্যাবর্তন

যুক্তরাজ্যে ভয়াবহ বিপর্যয়, শত শত স্কুল বন্ধ

প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার দোয়া ও আমল

স্মার্টফোনে ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেম চালু করবেন যেভাবে

যেসব কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হয় 

১০

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ

১১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১২

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু, নিখোঁজ ৯

১৩

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন সিকান্দার রাজা

১৪

দীর্ঘ বিরতির পর ফিরছেন মোনালি ঠাকুর

১৫

মিস ইউনিভার্সের নাম ঘোষণা 

১৬

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৭

সেনাকুঞ্জে খালেদা জিয়া যাবেন কি না, জানা যাবে যখন

১৮

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা কত

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

২০
X