কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘অহেতুক সময় বিলম্ব করা হলে অস্থিরতা সৃষ্টি হতে পারে’

বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালে প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালে প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাটে জিয়া জন্ম উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, একদিন, একমাস অথবা এক বছরের মধ্যেই সব সংস্কার সম্পন্ন করা সম্ভব নয়। তাই অবাধ, নিরপেক্ষ, নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন হওয়া উচিত। সংস্কারের নামে কাল বিলম্ব না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, সততা এবং আন্তরিকতা ধারণ করে বিএনপি নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। জিয়াউর রহমান যেমন দেশ ও জাতির কল্যাণে জীবন বাজি রেখে কাজ করেছেন, ঠিক একইভাবে আমাদেরও কাজ করতে হবে।

তিনি বলেন, দেশে টেকসই সংস্কার এবং স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। গত ১৫ বছর আওয়ামী লীগ নির্বাচন ছাড়াই দেশ পরিচালনা করতে গিয়ে দেশকে অকার্যকর করে ফেলেছিল। দুর্নীতি, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবার অবৈধ অর্থ ও সম্পদ উপার্জনের মেশিনে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, গুম, খুনের বিচার অবশ্যই হতে হবে।

তিনি আরও বলেন, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিতদের শাসনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে দেশে পূর্ণাঙ্গ সংস্কার এবং রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে। দেশকে সক্রিয় ও কার্যকর করতে হবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সাম্য ও মানবিক রাষ্ট্র গড়তে হবে।

হালুয়াঘাট পৌর শহরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আলোচনা, জিয়া জন্মোৎসবে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, দুস্থ মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কনসার্ট ফর জিয়া’ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা এবং স্থানীয় ও আদিবাসী শিল্পীরা, সাংস্কৃতিক পরিবেশনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মো. শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আরফান আলী, আবু হাসান বদরুল কবীর, আলী আশরাফ প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে বৈঠক / দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি

আর্কটিক ঠান্ডায় চ্যাম্পিয়ন্স লিগে ধরাশায়ী ম্যানসিটি

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

১০

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

১১

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১২

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১৩

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১৪

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১৫

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১৬

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১৭

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১৮

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৯

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

২০
X