কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিভেদ করলে দেশে গণতন্ত্র ফিরবে না: মির্জা আব্বাস 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘অনেকেই বলছেন, বিএনপি নাকি ওয়ান ইলেভেন আনার স্বপ্ন দেখছে, পাঁয়তারা করছে’। ৫ আগস্টের পর যদি বিভেদ-সংঘাত করতে থাকেন, তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কোনোদিন ফিরবে না।

তিনি বলেন, ‘কেউ যদি কিছু বলে থাকেন, আমি জানি না, তার নিজ দায়িত্বে তিনি সেটা বলেছেন, বিএনপি এসব দায়িত্ব বহন করে না’।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, দেশ নিয়ে বিএনপি পরিবারের যত ত্যাগ, এটা যদি কেউ ভুলে যায়, তাহলে মনে হয় ঠিক হবে না। এতে জাতির প্রতি ও এ পরিবারের প্রতি অন্যায় করা হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে, একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এ দেশের স্বাধীনতার, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে মৃত্যুর মুখে তুলে দেওয়া হলো।

‘বিএনপি ওয়ান ইলেভেন আনার পাঁয়তারা করছে’ এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিএনপি ও তার কর্মীরা। এর পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত এর রোষানল থেকে রেহাই পায়নি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, অনেকেই বলেন, ‘নতুন একটা দল হচ্ছে সেটাকে বিএনপি নাকি জেলাস করছে’- এটা যারা বলছে, তারা দেশের শত্রু। দল হবে কি হবে না? সেটা নির্ভর করে যারা দল করবেন। দল ঘোষণা হওয়ার পরে বিএনপি কী করে সেটা দেখবেন, আমরা সেটাকে স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠন করবেন, প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কিন্তু উল্টোপাল্টা কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন।

মির্জা আব্বাস বলেন, একটি দল নাম বলব না, কথায় আছে না, গাছে কাঁঠাল গোঁফে তেল! সে অবস্থা তাদের। ভাব দেখে মনে হয়, কিছুই বোঝে না, ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মাঝে মাঝে টুপ করে বিএনপির বিরুদ্ধে একটা দুটো কথা বলে ফেলে।

দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন : সালাউদ্দিন আহমদ

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ / ‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

সাংবাদিক নঈম নিজামের মা ফাতেমা বেগম আর নেই

৩ দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের

বিশ্বকাপের লক্ষ্যেই সান্তোসে চুক্তি বাড়ালেন নেইমার

কালীগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী কর্মশালা

১০

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ডে মামলা

১১

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কাদের, কত জামানত লাগবে

১২

১৪তম বর্ষে পদার্পণে টিকিটে বড় ছাড় দিল নভোএয়ার

১৩

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

১৪

ঘুমের আগে কোন খাবার ও পানীয় খেলে ভালো ঘুম হবে

১৫

হাফেজি পাগড়ি পরা হলো না ওসমানের

১৬

গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

১৭

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৮

বিলবাওকে ৫ গোলে উড়িয়ে ফাইনালে বার্সা

১৯

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

২০
X