কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে পারব’

বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা

পাঠ্যপুস্তকে নতুনভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে তুলে ধরতে হবে জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরার মাধ্যমে আমাদের সন্তানদের, নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ‘আমিনুল হক শিক্ষা বৃত্তি সনদ ও সম্মানী প্রদান-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার আমাদের তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং আমাদের সন্তানদের ভুল ইতিহাস শিখিয়েছে। শেখ হাসিনার সরকারের সময় জোর করে তার পরিবারের মিথ্যা ইতিহাস আমাদের শিখানো হয়েছে এবং আমাদের সন্তানদের পড়ানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন, সে রূপরেখার ভেতরে শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলে তিনি তার বক্তব্যে জানান।

আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার দেশের কোনো উন্নয়ন করেনি। উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। এ দেশের জনগণের ২৮ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করে আওয়ামী লীগের নেতারা পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে। কিন্তু এ দেশের সাধারণ মানুষের দিকে তাদের কোনো খেয়াল ছিল না।

জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজের জন্য নিজস্ব মাঠ বাধ্যতামূলক করে মাঠের ব্যবস্থা করারও অঙ্গীকার করেন তিনি।

‘আমাদের সন্তানদের নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে ও সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য’ দেওয়ার কথাও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

পল্লবী রূপনগর থানা শিক্ষা প্রধান পরিষদের সভাপতি ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি প্রভাষক মো. আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে পল্লবী ও রূপনগর শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের প্রধান উপদেষ্টা মো. মইনুল হক, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহম্মদ মোস্তফা কামাল খোশনবীশ, মিরপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিনাত ফারহানা, শহীদ আবু তালেব স্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন, এমআই মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউলনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান বক্তব্য দেন।

এ সময় তিনি পল্লবী রূপনগর থানাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি সনদ ও সম্মানী প্রদান করেন।

জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট তেজগাঁও বিজিপ্রেস মাঠে দুপুরে ঢাকা মহানগর উত্তরের আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ভাটারা থানা ও কাফরুল থানার মধ্যকার ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি থেকে খেলা উদ্বোধন করেন আমিনুল হক। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আকতার হোসেন, হাজি মো. ইউসুফ, সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ। খেলায় ভাটারা থানা ২-০ গোলে কাফরুল থানাকে পরাজিত করে।

স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা : মিরপুর সাড়ে এগারো নম্বরে স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউলনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু বক্তব্য দেন।

এর আগে সকালে তিনি মিরপুর ১১ নম্বরে মিরপুর পলাশনগরে বেলতলা রাস্তা উদ্বোধন করেন। সন্ধ্যায় শেরে বাংলা নগর ও পল্লবী ৬ নম্বর ওয়ার্ডে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি

ওমরাহ পালনে ঢাকা ছাড়লেন ওমর সানী

জিমেইলের এই স্বয়ংক্রিয় সেটিংটি বন্ধ করুন এখনই

বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডের বাইরে সালাহ

জাপার কেন্দ্রীয় নেতা এবার হাতপাখার প্রার্থী, সমালোচনার ঝড়

মায়ের স্বর্ণের হার বন্ধুদের ভাগ করে দিল ছেলে

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

ফিলিস্তিনে জাতিসংঘের দপ্তরে ইসরায়েলের অভিযান

মধ্যরাতে আগুনে পুড়ল ৫ গরু, সর্বস্বান্ত খামারি

৪ নারী পেলেন বেগম রোকেয়া পদক

১০

সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড, কেন এগুলো ঝুঁকিপূর্ণ

১১

আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার, জায়গা পাননি সাকিব

১২

জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

১৩

প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি, জানা গেল জরিপে

১৪

আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে রিয়াল

১৫

স্বামীকে ত্যাগ নয় ,কাছে টেনে নিলেন ভারতীয় অভিনেত্রী

১৬

বাঁধ ভেঙে পানির নিচে ৫০০ একর আমন ক্ষেত 

১৭

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

১৮

অ্যাশেজের শেষ তিন টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা

১৯

আলুবীজ উৎপাদনে বিপ্লব, টিস্যু কালচারে বছরে ২৫ লাখ প্লান্টলেট

২০
X