বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় বেখৈরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দলপা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে রাশেদুল কুব্বাদ বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার' এর উপদেষ্টা ও বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিম (সিআইপি)।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজু, দলপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার জামিল সোহেল, দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খুরশেদ উদ্দিন তালুকদার, উপজেলা যুব দলের সাবেক সহসভাপতি মো. আব্দুস সালাম, দলপা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ মো. রিপন ফকির, দলপা ইউনিয়ন তাঁতী দলের সভাপতি অলিউল্লাহ, দলপা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরনন্নবী টিপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।
মন্তব্য করুন