কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১১:৫২ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

সরকারের পতন ব্যতীত ঘরে ফিরব না : ভিপি নুর

পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা।
পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না এই সরকার। কারণ, এরা ভালো করেই জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাই প্রশাসনে দলীয়করণ করে তাদের দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়াচ্ছে, বিরোধী দলসমূহের নেতা-কর্মীদের ওপর হামলা করে, মামলা দিয়ে আতঙ্ক ছড়িয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। হামলা-মামলা করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের একদফার আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। সরকারের পতন ব্যতীত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের (নুর) উদ্যোগে এই কর্মসূচি হয়।

নুরুল হক নুর বলেন, এই সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিভিন্ন পদে চাকরি দিয়েছে। দেশের মানুষের সেবা করা নয়, প্রশাসনের এই দুর্বৃত্তদের কাজ হচ্ছে বিরোধী মত নির্মূল করা, মিথ্যা মামলায় ফাঁসানো আর টাকা-পয়সা উপার্জনে দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি করা।

তিনি বলেন, জিনিসপত্রের দাম একদিন পরপর বাড়ছে। ব্যাংকগুলো থেকে অনিয়ম করে ভুয়া কাগজপত্র দেখিয়ে দরবেশরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে দিচ্ছে, দেশ থেকে ডলার বাইরে চলে যাচ্ছে। যার ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে, টাকার মান কমছে। জিনিসপত্রের দাম একের পর এক বাড়ছে। এ সরকারের পতন না হলে কারো রক্ষা নেই।

তিনি আরও বলেন, সরকার একঘেয়েমি করে নির্বাচন করলে স্যাংশনের কালো মেঘে তাদের ঢেকে দেবে। যা দেশে বিপর্যয় ডেকে আনবে। তাই দেশ বাঁচাতে সকলকে রাস্তায় নেমে গণআন্দোলন গড়ে এই সরকারকে বিদায় দিতে হবে।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, এই সরকার ক্ষমতায় থাকতে বেপরোয়া আচরণ শুরু করেছে। ভিন্নমতের মানুষের বুকে গুলি করছে, রাতের বেলা ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। সন্তানের লেখার জন্য মাকে জঙ্গি বানানোর নাটক করছে। আমেরিকা, ইউরোপ, ভারতকে ভুল বোঝাতে জঙ্গি নাটক সাজাচ্ছে। অথচ আওয়ামী লীগইতো জঙ্গি। তারা মানুষকে গুম-খুন করছে, মানুষের ভোটাধিকার হরণ করে মানবতাবিরোধী অপরাধ করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এসব করে আজকে স্বাধীনতাবিরোধী শক্তিতে পরিণত হয়েছে। আগামীতে এদের '১৪ ও '১৮ মার্কা নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশে নির্বাচন হবে জনগণের সিদ্ধান্তে। এখানে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে হবে। তবে বন্ধু রাষ্ট্র হিসেবে আমেরিকা-ইউরোপের মতো যারা জনগণের পাশে থাকবে, তাদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা থাকবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ভারতের সহযোগিতায় ব্রিকসে ঢুকতে হোঁচট খেয়েছে। এভাবে আগামী নির্বাচনেও তারা হোঁচট খাবে। পুরো আন্তর্জাতিক মহল এই সরকারকে বর্জন করেছে। জনগণের মুখেও স্লোগান শুরু হয়েছে- দফা এক, দাবি এক- ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলেও জানান তিনি।

পরে গণঅধিকার পরিষদের কালোপতাকা মিছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর পানিরট্যাংকি, পল্টন মোড়, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় হয়ে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‎ম্যাজিস্ট্রেট দেখে ইলিশ রেখে পালালেন জেলেরা

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের অবিশ্বাস্য রেকর্ড

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, বহু হতাহত

মেহেরপুর উন্নয়নে এনসিপির ১৩ দফা ঘোষণা

নিজেই হোন নিজের প্রোডাক্টের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর

ট্রাম্পের প্রতিকৃতি খচিত মুদ্রা তৈরির পরিকল্পনা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

চোখের ৫ লক্ষণই বলে দেবে আপনার কিডনি কোন অবস্থায় আছে

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

১০

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়র কারাদণ্ড

১১

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

১২

হানিট্র্যাপের শিকার সরকারি কর্মকর্তা, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার

১৩

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সবুর খান

১৪

‘কৈফিয়ত’ দিলেন ফারুকী

১৫

নেট দুনিয়ায় কারা বেশি ছবি শেয়ার করেন, সুখী নাকি অসুখী দম্পতি?

১৬

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে : টুকু

১৭

মানবপাচারবিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ : মার্কিন রিপোর্ট

১৮

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

১৯

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

২০
X