কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় নামার আহ্বান এনসিপি নেতাদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ১০টায় এ অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। এরই মধ্যে সমাবেশে অবস্থান কর্মসূচি অংশ নিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরব থাকা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এদিকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া নেতারা।

এ নিয়ে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই পোস্টে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে।’

‘অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থার জায়গা তৈরি হয়েছে। জুলাইয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না। আজ রাতেই ফায়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে।’

নাহিদ বলেন, ‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না। সবাই চলে আসুন। জুলাইয়ে সব শক্তি, সব শহীদ পরিবার ও আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসুন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমও। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘হাসনাতের সাথে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিন। ৯ মাসে সোজা আঙ্গুলে কাজ হয়নি। এখন সময় আঙ্গুল বাঁকা করার।’

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘পুরো শহর নেমে আসুন, সারা দেশ আরেকবার রাস্তায় নেমে আসুন। বিপ্লব সংহত করতে, নিজে বাঁচতে আর এদেশকে বাঁচাতে অবশ্যই অবশ্যই আমাদের ঠিকানা সেই জুলাইয়ের রাজপথ।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, খুনিদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ নিশ্চিত করে বিপ্লবকে সুসংহত করা প্রতিটি শহীদ পরিবার ও আহতদের প্রতি আমাদের অঙ্গীকার।’

এর আগে এক ফেসবুক পোস্টে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।

অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে ১১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ পোস্টে লেখেন, ‘নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।’

অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঝোরে কাঁদলেন কিম

ইসরায়েলের মৃত্যু সন্নিকটে- ইরানি জেনারেল

প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে কী আলোচনা হলো, জানালেন সিইসি

মৌলভীবাজারে প্রিজন্স ফুটবল টুর্নামেন্ট শুরু, কারাগারের প্রাচীরে ছড়িয়েছে উচ্ছ্বাস

টাকার প্রশ্নে ইলন মাস্ককেও ছাড়লেন না ট্রাম্প

নারায়ণগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

প্লট দুর্নীতি  / শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শহীদ আবু সাঈদের সেই ফেসবুক পোস্ট আবার ভাইরাল

ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি

হবিগঞ্জে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

১০

ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান

১১

শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি : নাহিদ 

১২

অনলাইনে শীর্ষে কালবেলা 

১৩

৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম

১৪

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ঠেকাতে ঘণ্টাব্যাপী লাঠিচার্জ

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

১৬

পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান

১৭

এনআইডিতে বাবার বয়স ৫৮, ছেলের ১০৭ 

১৮

আকিজ ফ্লাওয়ার মিলসের বার্ষিক সেলস কনফারেন্স সম্পন্ন 

১৯

মেগাস্টার শাকিব, অন্য সবাই চিত্রনায়ক কেন : জাহিদ হাসান

২০
X