কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করতে হবে : লায়ন ফারুক

সভায় লায়ন ফারুক। ছবি : কালবেলা
সভায় লায়ন ফারুক। ছবি : কালবেলা

লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা।

সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতকরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে এ সভার আয়োজন করে ১২ দলীয় জোট।

লায়ন ফারুক রহমান বলেন, তারেক রহমান আমাদের দেশের সন্তান। তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। ওয়ান-ইলেভেনের সরকার এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট মামলা দিয়েছে। তিনি আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে এখন তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। সব বাধা উপেক্ষা করে তাকে এই সরকারের সরাসরি আহ্বান করা উচিত যে, আপনি আসেন। আমরা জাতীয়তাবাদ এবং ইসলামি মূল্যবোধে এমন একটি নির্বাচন করব, যে নির্বাচন হবে এ দেশের জনগণের প্রত্যাশার নির্বাচন, বাংলাদেশ বিনির্মাণের নির্বাচন। আগামীর বাংলাদেশ হবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ।

প্রধান উপদেষ্টার উদ্দেশে ১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, আপনি শান্তিতে নোবেল বিজয়ী। আপনি দেশে-বিদেশে একজন সম্মানিত ব্যক্তি। আপনাকে বলব, গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে নির্বাচন দিন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। বাংলাদেশের মানুষ আপনাকে আজীবন স্মরণ করবে।

মো. ফারুক রহমান বলেন, সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন- দেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে। এটা কীসের আলামত? তা উনাকে জনসম্মুখে প্রকাশ করতে হবে। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ এবং চব্বিশে তিন হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। যদি দেশের মানচিত্রে হাত দেওয়া হয়, মিয়ানমারকে করিডর দেওয়া হয়, আমাদের আয়ের উৎস চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হয়- এসবের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ১২ দলীয় জোট রাজপথে নামব, রুখে দাঁড়াব। দেশ ও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি, কোনো কিছু আমরা মেনে নেব না।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপি কমিশনার হাসিব আজিজ হলেন অতিরিক্ত আইজিপি

দেশের সেরা ‘সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়’

ঝোপে পড়েছিল তিনটি অস্ত্র ও কার্তুজ

দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৭

নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ে রাজপথের কথা ভাবছে বিএনপি 

অসুস্থ গোরখোদক মনু মিয়ার শেষ ইচ্ছা হজে যাওয়া

মাটি খুঁড়ে ৭৪ কেজি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

এবার আমিরাতের কাছে হার বাংলাদেশের

কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ / নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে সরকার

পুত্রবধূকে বেধড়ক পিটুনি, মৃত ভেবে পালিয়ে যান শ্বশুর-শাশুড়ি

১০

সোহরাওয়ার্দী উদ্যানে ঝটিকা সফরে ঢাবি ভিসি

১১

আতাউর রহমান ভূঞা স্মরণে লেখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

১২

দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যা

১৪

ইশরাককে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

১৫

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে জেলে ভরে দিতে পারি’

১৬

আরব আমিরাতকে ২০৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১৭

যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর  

১৮

সিলেটে কৃষক হত্যায় তিন ভাইয়ের যাবজ্জীবন

১৯

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২০
X