বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত তিনটি নির্বাচনেই জনগণের ভুয়া প্রতিনিধিরা এই দেশ পরিচালনা এবং একটা স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। আশা করি, এই অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেবেন।
শনিবার (২৬ জুলাই) বিকেলে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ওকিয়া ফেরদৌস নিধির পরিবারকে সহমর্মিতা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তুরাগের চন্ডালবোক এলাকায় নিহত নিধির বাসায় যান মঈন খান।
ড. মঈন খান বলেন, এই দেশকে আমাদের সঠিক পথে নিয়ে যেতে হবে। সেটাই আমাদের প্রতিজ্ঞা ও প্রত্যাশা। এই দেশের ১৮ কোটি মানুষ আমরা এই অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রেখেছি। এই সরকার আজকে বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি, সেই বাহুল্য কাজে না গিয়ে তারা যেন তাদের সময়টুকু সত্যিকার অর্থে দেশের মানুষের কল্যাণে ব্যয় করেন। তারা যেন অত্যাবশ্যকীয় সংস্কার সম্পন্ন করে এই দেশে একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দেন, যাতে করে সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচিত হয়।
তিনি বলেন, যখন একটি সরকার জনগণের সত্যিকারের প্রতিনিধি দ্বারা গঠিত হয়, তখনই তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। এই দুর্ঘটনার জন্য আমরা কাউকে দায়ী করতে চায় না। তবে আমাদের প্রত্যাশা এই যে, জনগণের সত্যিকার প্রতিনিধিরা যখন সরকারে আসবেন, তারা যেন দায়িত্বের সঙ্গে এই দেশ পরিচালনা করেন। সেই পন্থা যত শিগগির উন্মুক্ত হয়, ততই দেশবাসীর জন্য মঙ্গল। কেননা, জনগণের সরকার যখন দায়িত্ব নেবে, তখন তারা সচেতনভাবে কাজ করে যাবে। কারণ, তারা জানেন— জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। একটি নির্বাচনে চিরদিনের জন্য কোনো সরকার আসে না। আমরা যারা রাজনীতি করি, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের কাছে তাদের বারবার পরীক্ষা দিতে হয়।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের পরিবারবর্গের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা—এটা আজকের সরকারের দায়িত্ব।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন