কিছু চিকিৎসক দিনে ড্যাব এবং রাতে মুজিববাদকে (স্বাচিপ) বুকে লালন করে ড্যাবের রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও ড্যাবের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশিদ।
শনিবার (২ আগস্ট) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডা. হারুন-ডা. শাকিল পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
‘নির্বাচনী তপশিল-২০২৫’ অনুযায়ী, আগামী ৯ আগস্ট ড্যাবের সভাপতি, মহাসচিব, সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা এই ভোটগ্রহণ চলবে।
ডা. হারুন বলেন, ‘ড্যাবের অনেক চিকিৎসক স্বৈরাচার আমলে বুকে শেখ মুজিবের ছবি লাগিয়ে টুঙ্গিপাড়া গিয়ে শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়েছেন ও কবর জিয়ারত করেছেন। তারা মুখে জিয়াউর রহমান, কিন্তু অন্তরে ধারণ করেন শেখ মজিবুর রহমানকে। আমরা বলেছি, বাংলাদেশের প্রতিটি জেলায় ড্যাবের ব্যানারে দুইটি প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে পারবে; কিন্তু আমরা এখানে এসে দেখছি ব্যতিক্রম। অথচ আমরা প্রতিটি ব্রাঞ্চে বলে দিয়েছি যে, ড্যাবের ব্যানারে দুটি প্যানেল পরিচিতি সভা করতে পারবে।’
ড্যাবের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে দুঃসময়ে যারা আপনাদের পাশে ছিল, যাদের নেতৃত্ব আপনাদের পছন্দ হবে, আগামী দিনে সেই নেতৃত্বকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।’
ড্যাবের সদ্য সাবেক এই সভাপতি বলেন, ‘ড্যাব চিকিৎসকদের একটি প্রাণের সংগঠন। ২০০৬ সালের পরে ১/১১ সরকার আসার পরে ড্যাবের তৎকালীন অনেক নেতা পলাতক অবস্থায় থাকেন, আবার অনেকে ১/১১ এর কুশীলবদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তখন ড্যাব অফিসটি বন্ধ হয়ে যায়, তালাবদ্ধ থাকে। ড্যাব অফিসে তখন আলো জ্বালানোর মতো কোনো লোক ছিল না। তখন আমরা কতিপয় চিকিৎসক ড্যাব অফিসের তালা ভেঙে অফিসে বসা শুরু করি। ওই সময় ড্যাবের অনেক নেতা ‘এক-এগার’র কুশীলবদের সঙ্গে আঁতাত করে জাতীয়তাবাদী শক্তির সাথে বেঈমানি করেছিল। তারাই আবার গত ৫ আগস্টের পরে নেতৃত্বে আসার চিন্তা-ভাবনা করছেন। আমি বলব, যেসব নেতা দলের দুঃসময়ে পাশে ছিলেন না, দলের আদর্শের সঙ্গে বেঈমানি করেছেন, তাদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে।’
চিকিৎসকদের উদ্দেশে ডা. হারুন বলেন, ‘আপনারা আগামীতে সৎ, ন্যায়নিষ্ঠ, কর্মীবান্ধব ও চিকিৎসকবান্ধব নেতৃত্ব চাইলে বিগত দিনগুলোতে যারা আপনাদের পাশে ছিলেন, আপনাদের কাজে-কর্মে ছিলেন, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলনে ছিলেন। তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটাই আমরা আশা করি।’
তিনি বলেন, ‘আপনারা ভালো করেই জানেন, বিগত করোনাকালীন সময়ে প্রচণ্ড অক্সিজেনের সংকট ছিল। ওই সময় আমরা ৩০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমাদের করোনা আক্রান্ত চিকিৎসকদের পাশে ছিলাম; অক্সিজেন সাপ্লাই দিয়ে তাদের বিপদের সময়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম।’
অধ্যাপক ডা. হারুন বলেন, ‘আমরা যখন দায়িত্বে ছিলাম, আমরা হয়তো আপনাদের সব সমস্যার সমাধান করতে পারিনি এবং এখনো হয়তো সব সমস্যার সমাধান হবে না। কারণ, বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় নেই। তবে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই, সবসময় চিকিৎসকদের পাশে থেকে আপনাদের পরামর্শ নিয়ে কাজ করে যাব এবং ড্যাবকে শক্তিশালী পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তুলব।’
এসময় দেশের সর্বস্তরের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার আলোকে যুক্তরাজ্যের ‘এনএইচএস’র আদলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে ডা. হারুন-ডা. শাকিল পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ড্যাবের সদ্য সাবেক এই সভাপতি।
মন্তব্য করুন