কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার লোটাবাহিনী সরকারের অভ্যন্তরে এখনো সক্রিয় : অলি আহমদ

সংবাদ সম্মেলনে বক্তব্যকালে অলি আহমদ। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে বক্তব্যকালে অলি আহমদ। ছবি : সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে দেশদ্রোহীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় কখনও সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। কারণ শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং তার লোটাবাহিনীও সরকারের অভ্যন্তরে সক্রিয়।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে রাজধানীর মগবাজারের এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অলি আহমদ বলেন, অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য জাতীয় সংসদসহ বিভিন্ন স্তরের নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের কেউ কোনো অসদুপায় নিলে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট গুণ্ডাবাহিনীরা ভোটকেন্দ্রে সমস্যার সৃষ্টি করতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য এর কোনো বিকল্প নাই।

তিনি বলেন, শেখ হাসিনার দোসরা এখনো চাকরিতে বহাল আছে। এর জবাবদিহিতা কে করবে। তাদের ষড়যন্ত্রের হাত থেকে দেশবাসীকে কে রক্ষা করবে। সরকারি-বেসরকারি স্বায়ত্ত্বশাসিত সংস্থাগুলোতে কাজের চরম ধীরগতি। গত এক বছরে কোনো কোনো সংস্থা বা মন্ত্রণালয়ে কাজের তেমন কোনো অগ্রগতি নাই বললেই চলে।

তিনি আরও বলেন, সমগ্র দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি। কিছু কিছু মন্ত্রণালয় দেউলিয়াপনায় ভুগছে। কারণ এখনো স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট অনেক কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে বসে আছে। পৃথিবীতে প্রথমবার শুনলাম, নির্বাচনের পূর্বে লটারির মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যদেরকে বদলি করা হবে। মনে হয় অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। বদলির জন্য লটারি কোনো সমাধান হতে পারে না। বরং বদলি করা হবে নির্দিষ্ট এলাকার গুরুত্ব বিবেচনায় নিয়ে। লক্ষ্য হওয়া উচিত অস্ত্রধারী এবং গুণ্ডারা যেন নির্বাচন প্রভাবিত করতে না পারে।

অলি আহমদ বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা রুজু করা হয়েছে, ওই সমস্ত মামলাগুলি এখনো পর্যন্ত পুরাপুরি প্রত্যাহার করা হয় নাই। আশা করি উপদেষ্টা এই ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবেন। স্বৈরাচারী সরকারের গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের নিগৃহীত নেতাকর্মীরা বিগত এক বছরে যেসমস্ত মামলা রুজু করেছে, এখনও পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় নাই।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতিবাজ এবং দেশদ্রোহীদের খুঁজে বের করতে হবে, তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। যে বা যারা স্বৈরাচারদের সাহায্য করবে, তারা পরাজিত হবে এবং ভারতের দালাল হিসেবে চিহ্নিত হবে। দুর্নীতি এখনও বন্ধ হয় নাই। আমাদের প্রত্যাশা দুর্নীতি দমন কমিশনকে তাদের কর্মকাণ্ডের পরিধি আরো বৃদ্ধি করতে হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, হাসিনার মদদপুষ্ট বড় বড় কয়েকজন ব্যবসায়ী এখনও ধরাছোঁয়ার বাহিরে। যথাশীঘ্র সম্ভব তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দ্রব্যমূল্য কখনও স্থিতিশীল হবে না। এছাড়াও বিভিন্ন পৌরসভার ৪র্থ শ্রেণির কর্মচারীদের বদলির আদেশ অমানবিক। চতুর্থ শ্রেণির কর্মচারীরা বর্তমানে যে বেতন পায়, তাতে তাদের সংসার চালিয়ে নিতে কষ্ট হয়। সে জায়গায় তারা নিজ বাড়িতে থেকে চাকুরী করতে না পারলে, তাদের পক্ষে দুই জায়গায় ব্যয় নির্বাহ করা সম্ভব হবে না। ৪র্থ শ্রেণির কর্মচারীদের বদলি করাটা জনগণের উপকারের পরিবর্তে জুলুম করা হচ্ছে। অনতিবিলম্বে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত বন্ধ করা উচিত। বরং দুর্নীতিবাজদের চিহ্নিত করুন, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন, বদলি করা কোন স্থায়ী সমাধান নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড.রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, লে. জেনারেল ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড.নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, হামিদুর রহমান খান, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, কর্নেল অলি আহমদ বীর বিক্রমের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দিন রাজ্জাক, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব বেলাল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাক্তনের পাশে বসে বর্তমান প্রেমিকার নামে পূজা

৫ আগস্টের পর থেকে অপুর সঙ্গে যোগাযোগ নেই : উপদেষ্টা আসিফ

কক্সবাজার ইস্যুতে ‘গরম’ ছিল এনসিপির সাধারণ সভা 

সিলেটে পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে প্রায় ২০০০ কোটি টাকার প্রশ্ন

গাজীপুরে এক বছরে বন্ধ ১০৬ কারখানা, অপরাধে জড়াচ্ছেন বেকার শ্রমিকরা

১০

সুপার কাপে নাটকীয় জয়ের পরও হতাশ পিএসজি কোচ

১১

ভারত যেন মুখোমুখি না হয় পাকিস্তানের—সাবেক পাক ক্রিকেটারের প্রার্থনা

১২

প্রধান বিচারপতির বাসায় মার্কিন রাষ্ট্রদূত

১৩

রাশিয়া / উদ্যান রক্ষায় আন্দোলনে নেমেছেন স্থানীয়রা

১৪

হলিউডে অভিনয় করবেন জাহিদ হাসান?

১৫

সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

দুদকের অভিযানের পরে নড়েচড়ে বসেছে সিলেটের প্রশাসন

১৭

‘অপুকে নির্যাতন করে উপদেষ্টার নাম বলানো হয়েছে’

১৮

হাসপাতালে হিরো আলম

১৯

‘আসছে পানি ভাসছে মানুষ’, তিস্তার পানি বিপৎসীমার ওপরে

২০
X