বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অসহায় ভ্যানচালকের পরিবারের পাশে তারেক রহমান

গোলাম মোস্তফা শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
গোলাম মোস্তফা শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার দরিদ্র ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগম। এর সঙ্গে জন্ম থেকেই প্রতিবন্ধী একমাত্র সন্তানকে নিয়ে দিশাহারা অসহায় এই পরিবার।

সম্প্রতি এমন খবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পরিবেশন করা হয়। এমন অসহায়ত্বের খবর লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের পরিবারের পাশে দাঁড়ান তিনি।

তারেক রহমানের পক্ষ থেকে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্টখামার গ্রামের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের বাড়িতে যায়। এ সময় প্রতিনিধি দলটি অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজখবর নেয় এবং গোলাম মোস্তফা শেখের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।

অতঃপর শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শাহিনা বেগমের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন আতিকুর রহমান রুমন। এ সময় উপস্থিত সাংবাদিকদের আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজকে (মঙ্গলবার) এখানে এসেছি। একটি বেসরকারি টেলিভিশনের খবরে গোলাম মোস্তফা শেখের কষ্টের কথা জেনে তিনি আমাদের পাঠিয়েছেন। অসহায় এই পরিবারটির প্রত্যাশা অনুযায়ী আর্থিক সহায়তা দিয়েছেন তারেক রহমান।

প্রতিনিধি দলে আরও ছিলেন- বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিম, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরু প্রমুখ।

জানা যায়, ভ্যানচালক গোলাম মোস্তফা শেখ ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান চালালেও তার সংসারের খরচই মেটে না। অথচ সংসারে আছে জন্ম থেকেই শয্যাশায়ী প্রতিবন্ধী ছেলে আব্দুল্লাহ শেখ, আর এখন ক্যানসারে আক্রান্ত স্ত্রী শাহিনা বেগম। স্ত্রীর চিকিৎসার জন্য ইতোমধ্যে শেষ সম্বল বসতবাড়ির অর্ধেক জমিও বিক্রি করেছেন তিনি। ধার-দেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও এখন অর্থাভাবে শাহিনা বেগমের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় চিকিৎসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ফলাফল নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

ডাকসুর ফল ঘোষণা কীভাবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

ডাকসুর ভোট গণনায় সময় লাগার কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের

ছাত্রদল নেতার সঙ্গে বাগবিতণ্ডা, ঢাবি শিক্ষক বললেন, ‘এই কষ্ট কোনোদিন ভুলব না’

ডাকসু : বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনায় সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে, জানাল ক্রিকইনফো

তিন হলের ভোট গণনা শেষ

শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা

জামাল-তপুদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

১০

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে স্ববিরোধী তদন্ত সিআইডির

১১

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

১২

ডাকসুর ফলাফল কখন ঘোষণা হবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

১৩

এসএ২০ নিলামে দল পেলেন তাইজুল

১৪

তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার : সারজিস

১৫

এমন ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না : ভিপি প্রার্থী ইমি

১৬

ডাকসু নির্বাচনে ক্রীড়াঙ্গনের তারকাদের ভোট সংক্রান্ত আক্ষেপ-উচ্ছ্বাস

১৭

‘ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে’ ভুয়া খবর নিয়ে ক্ষোভ জয়ার

১৮

ঢাবি প্রশাসনসহ একটি অংশ শিবিরকে সমর্থন জোগাচ্ছে : আমান 

১৯

ভিপি প্রার্থী উমামার রহস্যজনক পোস্ট

২০
X