মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পিআর নিয়ে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে : নীরব

মতবিনিময় সভায় সাইফুল আলম নীরব। ছবি : সকালবেলা
মতবিনিময় সভায় সাইফুল আলম নীরব। ছবি : সকালবেলা

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর নয়াটোলা এ ইউ এন কামিল মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।

নীরব বলেন, আমরা পিআর বুঝি না। যে দেশে আছে তাদের কী অবস্থা, তা-ও জানি না। যারা ফ্যাসিবাদীর সঙ্গে আঁতাত করেছে, তারাই এ বিশেষ পদ্ধতি চাচ্ছেন।

তিনি বলেন, দেশে একটি দল চায় না যে, এ দেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। তারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। তবে জনগণ গণতন্ত্রে বিশ্বাসী, তাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব ষড়যন্ত্র নসাৎ হয়ে যাবে।

তিনি আরও বলেন, বিএনপির আছে অভিজ্ঞতা ও সাফল্য, যা অন্য কোনো দলের নেই। সে কারণেই বিএনপি সব সময়ই জনপ্রিয়তার শীর্ষে থাকে। তাই জনগণ বিএনপিকে বারবার বেছে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনেও জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তেমনি রণাঙ্গনে যুদ্ধও করেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধই করেননি, পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশের হাল ধরেন এবং আধুনিক বাংলাদেশ গঠন করেন।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র আমাদের নেতা তারেক রহমান আন্দোলন-সংগ্রাম করেছেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।

মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এই মতবিনিয়ময় সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সাইফুল আলম নীরব শিক্ষকদের সঙ্গে পরিচিত হন এবং মাদ্রাসার চলমান সমস্যা ও সম্ভাবনার ওপর আলোচনা করেন। তিনি মাদ্রাসার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন এবং মাদ্রাসার অবকাঠামো উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক, উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ফারুক আহমদ, উপাধ্যক্ষ হাফেজ মাওলানা শিব্বির আহমদ এবং নয়াটোলা মাদ্রাসা মসজিদের খতিব হাফেজ মাওলানা এহতেশামুল হক নোমানীসহ অন্য শিক্ষকরা।

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা মাদ্রাসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়নের জন্য সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

মারাত্মক আর্থিক সংকটে বিচারপতি মানিক, বিক্রি করে দেন বই : আইনজীবী

হিরো আলমের ওপর হামলা

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

সারা দেশে বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

‘ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প’ সম্পন্ন

১০

ক্যাম্পাসে চাকসু নির্বাচনের উন্মাদনা, ১ মাস ধরে হাসপাতালে ইমতিয়াজ-মামুন

১১

ঘরের চারদিকে দুর্গন্ধ, দরজা খুলতেই দেখা গেল মর্মান্তিক দৃশ্য

১২

ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ জনকে ওএসডি

১৩

করোনা পরবর্তী সময়ে যুবকদের মধ্যে হৃদরোগ বাড়ছে

১৪

হংকং ম্যাচ নিয়ে যা বললেন জামাল

১৫

তারেক রহমানের পক্ষে ৪৫টি মণ্ডপে সহায়তা দিলেন সেলিম

১৬

ব্র্যাক ব্যাংকের নীলফামারী অঞ্চলে এজেন্ট মিট আয়োজন

১৭

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, মঙ্গলবার থেকে কার্যকর

১৮

প্রবাসীর দেওয়া পাথরে নতুন পথ নোয়াপাড়ার মানুষের

১৯

ভারতে ঢুকতে বিদেশিদের জন্য নতুন নিয়ম

২০
X