

রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক মো. বাচ্চু বিশ্বাসের কাছে আট লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কাবিল আলী নামের এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা প্রেমটিয়া স্কুল মাঠ থেকে তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।
আটক কাবিল আলী (৩২) একই ইউনিয়নের সরিষা মালপাড়া গ্রামের মো. আক্কাস আলী ছেলে।
বিএনপি নেতা বাচ্চু বিশ্বাস বলেন, শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কাবিল সরিষা প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আট লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তিনি আমাকে হত্যার হুমকিও দেন। শনিবার সকালে নিরাপত্তার স্বার্থে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ করি। বিকেলে কাবিলকে স্কুল মাঠে দেখে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পাংশা থানার ওসি সালাউদ্দিন বলেন, আটক কাবিলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। চাঁদা দাবির ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন