ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিশ্ব চায় না বলে মন্তব্য করেছেন যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব মো. আব্দুল কাদের। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণফোরাম (মন্টু) ও বিপিপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক গণসমাবেশে এ কথা বলেন আব্দুল কাদের।
বিপিপির মহাসচিব আব্দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন- আমেরিকা যাবেন না। আবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সেলফি তুলে ভাইরাল করেন। জনগণকে বোঝান- জো বাইডেন ম্যানেজ হয়ে গেছেন! জনগণ এখন কী দেখল? আমেরিকা ভিসানীতি প্রয়োগ করা শুরু করেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো, এই অবৈধ সরকারকে শুধু দেশের জনগণ না, মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশ্বও চায় না।
তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণের মেয়র বৃষ্টির পানি সরাতে পারেন না, ডেঙ্গুও প্রতিরোধ করতে পারেন না। তবে সাবেক বিচারপতিকে পদ থেকে সরিয়ে ফেলতে পারেন আর হুমকি দিতে পারেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেবেন না! একজন আইনজীবী হয়ে অসাংবিধানিক কথা তিনি কীভাবে বলেন? অনির্বাচিত, রাতের ভোটের সরকারের অংশ হিসেবে এ ধরনের কথা বলতেই পারেন। তবে জনগণ আর এই সরকারকে চায় না। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আহ্বান জানান বিপিপির এই মহাসচিব।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। বিপিপির কো-চেয়ারম্যান পারভিন নাসের খান ভাসানীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- গণফোরামের এই অংশের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু; বিপিপির প্রেসিডিয়াম মেম্বার মো. আতিকুর রহমান, হারুন অর রশিদ, সহসাংগঠনিক সম্পাদক মো. জসিম সরদার প্রমুখ নেতারা।
মন্তব্য করুন