জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ত্রাহী ত্রাহী অবস্থা। সরকার বিভিন্ন পণ্যের দাম বেঁধে দিচ্ছে। অথচ সরকারে নির্দেশনাও অসাধু -মুনাফালোভী ও অবৈধ মজুতদাররা শুনছেন না। তাদের খুঁটির জোর কোথায় জানি না। কেনই বা সরকার ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নিত্যপণ্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারছে না তা বোধগম্য নয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৪ আসনের কদমতলী থানার মুরাদপুরে ৫২ নং ওয়ার্ড জাতীয় পার্টির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
৫২নং ওয়ার্ড জাপার সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, ৫২নং ওয়ার্ড জাপার সিনিয়র সহসভাপতি কফিল উদ্দীন কফু, সাংগঠনিক সম্পাদক ইসলামাইল হোসেন ও কদমতলীর থানার যুগ্ম সাধারণ সস্পাদক আশরাফুল আলম আকাশ প্রমুখ।
মন্তব্য করুন