তুরস্ক সফরের আমন্ত্রণ পেয়েছে আওয়ামী লীগ। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তাদের গ্র্যান্ড কংগ্রেসে যোগদানের জন্য এ আমন্ত্রণ জানিয়েছে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৭ অক্টোবর এই গ্র্যান্ড কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
দলটির প্রতিনিধি হিসেবে এতে যোগদান করবেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। অনুষ্ঠানে যোগ দিতে তিনি আজ শুক্রবার (৬ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন।
মন্তব্য করুন