ভয়-ভীতি, হুমকি-ধমকি দিয়ে সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশে জনতার স্রোত ঠেকানো যাবে না বলে দাবি করেছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় মহাসমাবেশে যোগ দিয়ে সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ত্বরান্বিত করার আহ্বান জানান।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ দাবি করেন তিনি। ঢাকার মহাসমাবেশ সফলের লক্ষ্যে ধোবাউড়া বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
প্রিন্স বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ভাষায় বিএনপিকে হুমকি-ধমকি দিচ্ছেন। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের দয়া-দাক্ষিণ্য বা ছাড় চায় না। বিএনপি এবং জনগণ সভা-সমাবেশ ও রাজনীতি করার সংবিধানসম্মত গণতান্ত্রিক অধিকার ফেরত চায়, যা আওয়ামী লীগ হরণ করে নিয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সঞ্চালনায় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, যুবদলের জেলা সহসভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাসুম উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি, সদস্য সচিব হাসান শাহ্, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, রাজু খান প্রমুখ উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন