বিএনপির সঙ্গে মিল রেখে দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনের শরিক গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)।
বিএনপিসহ বিরোধীদলগুলোর ২৮ অক্টোবরের মহাসমাবেশ-সমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের অসংখ্যা নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ৩১ অক্টোবর এবং ১লা ও ২রা নভেম্বর এই কর্মসূচি পালিত হবে।
আজ সোমবার (৩০ অক্টোবর) গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে তার বাসভবনে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির এক জরুরি সভায় এই কর্মসূচি গৃহীত হয়।
দুপুরে গণফোরামের তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন গণফোরামের এই অংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব মো. আবদুল কাদের।
মন্তব্য করুন