দেশব্যাপী বিএনপির টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুগপৎ আন্দোলনের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
অবরোধের সমর্থনে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল থেকে রামপুরা লিংক রোড পর্যন্ত এই মিছিল হয়।
এলডিপির অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ প্রমুখ।
এ সময় এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির বলেন, আওয়ামী লীগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে চায় না। চলমান আন্দোলনের মধ্য দিয়ে এদের বিদায় করে দেশে জনগণের সরকার ও শাসন কায়েম করব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন