বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটক করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিন্সের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এমরান সালেহ প্রিন্স দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত এবং তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন। আজ বাড্ডায় আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে আটক করা হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে।
এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। যাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এ ছাড়াও পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মন্তব্য করুন