আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ সমমনা জোট ও দলগুলোর দেশব্যাপী তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদ।
অবরোধ সমর্থনে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রেস ক্লাব ঘুরে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।
এ সময় শেখ বাবলু বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন হামলা-মামলা, গ্রেপ্তারের মধ্য দিয়ে বিরোধী দলগুলোর জনসম্পৃক্ত আন্দোলন নস্যাতের চেষ্টা করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। জনগণ এ দেশে আর কোনো একতরফা নির্বাচন হতে দেবে না। অচিরেই গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পথে এই সরকার বিদায় হবে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
মিছিলে ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন