অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী চতুর্থ ধাপের সর্বাত্মক অবরোধের ২য় দিনে আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন।
অন্যদের মধ্যে মিছিলে উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সায়মন, সহসভাপতি আল মামুন, সহসভাপতি কাওসার, সহসভাপতি দিনার, সহসভাপতি লিজা, সহসভাপতি মুন্নি, মনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আল-আমিন বাবলু, হাবিব, রায়হান ইলিট, আকাশ, সেলিম, আমিনুল, তানজিরুল ইসলাম তুহিন, মিম, আনোয়ার হোসেন তুহিন, রায়হানুল ইসলাম, রাকিবসহ অর্ধশতাধিক নেতাকর্মী। তারা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন।
মন্তব্য করুন