কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ অতীতের নির্বাচনের পুনরাবৃত্তি চায় না : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক ক্ষমতার পূর্ণমাত্রা প্রয়োগের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে, অথচ রাজনীতিতে উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। জনমনে শঙ্কা বিরাজ করছে।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, রাজনৈতিক দলসমূহের পরস্পর বিরোধ নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করবে। ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। কেননা জনগণ নিকট অতীতের নির্বাচনসমূহের পুনরাবৃত্তি দেখতে চায় না।

তিনি বলেন, এই মুহূর্তে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই কমিশনের অন্যতম প্রধান কাজ হওয়া উচিত। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় সংগঠনের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেন, নির্বাচনের পূর্বমুহূর্তে পরস্পর দোষারোপের রাজনীতির কারণে জনস্বার্থ ব্যাহত হবে। কোনো অরাজনৈতিক ও অনির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র এক মুহূর্তের জন্যও নিরাপদ নয়। একমাত্র প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচনের নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরমভাবে ব্যর্থ হয়েছে। পণ্যসামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণ দিশেহারা হয়ে উঠেছে। পণ্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি খাজা আরিফুর রহমান তাহেরীর সভাপতিত্বে ও মোহাম্মদ তরিকুল হাসান লিংকনের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ফরিদ উদ্দীন।

এ ছাড়াও উপস্থিতি ছিলেন কাজী জসিম উদ্দিন, এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, এইচএম মুজিবুল হক শাকুর, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন হেলালী, এএম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মনির হোসাইন, আবুল কালাম আজাদ, আব্দুল খালেক, মোহাম্মদ তারেক হোসাইন, এএনএম ফখরুদ্দিন, জসিম উদ্দিন মাহমুদ, দেলোয়ার হোসেন ফয়সাল, আবু সায়িদ সাফিন প্রমুখ।

প্রতিনিধি সম্মেলন শেষে প্রত্যক্ষ ভোটে মোশাররফ হোসেন হেলালীকে সভাপতি, খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ তারেক হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩-২৫ সাংগঠনিক সেশনের জন্য ৫১ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগরীর কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১০

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১১

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১২

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৩

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৪

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৫

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৬

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৭

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৮

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৯

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

২০
X