দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টির প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে আগামী ২৩ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান নেতারা।
বৈঠকে গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে শহীদুল্লাহ সিকদার বলেন, পার্টির নেতাকর্মীদের মধ্যে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। ওই দিনই দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, গণতন্ত্রী পার্টি প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহে ১৯ নভেম্বর রোববার থেকে সংগ্রহ করা যাবে। ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
মন্তব্য করুন