ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবদুল মতিন ভূঁইয়া। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। বর্তমানে এই আসনে সংসদ সদস্য ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই এই আসনে নির্বাচিত হয়ে আসছেন তিনি।
খেলাঘরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত মতিন ভূঁইয়া কালবেলাকে বলেন, ১৯৭৯-৮১ পর্যন্ত ফেনীর আলী আজম উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। এ ছাড়া ’৯০ এর গণঅভ্যুত্থানে ছাত্র-সংগ্রাম পরিষদের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
এরপর ১৯৯৬ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এস এস করা সাবেক এই ছাত্রনেতা। ২০০৮-১৪ ও ১৮ সালের নির্বাচনে ফেনী-১ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন মতিন ভূঁইয়া।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দলের নির্দেশে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। এবার ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করতে চাই। দল মনোনয়ন দিলে এই এলাকার উন্নয়ন নিয়ে ভিন্ন রকম পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান তিনি।
মন্তব্য করুন