

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেবেন- এমন বক্তব্য দিয়ে আলোচনা-সমালোচনায় পড়েছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপির প্রার্থী রশীদ আহমাদ।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের উদ্দেশে দেওয়া এমন একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রশীদ আহমাদকে বলতে দেখা গেছে, ‘এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। তারেক রহমানের পিতা মরহুম জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন; নিষিদ্ধ যত রাজনীতিক দল ছিল, সবগুলো তিনি চালু করেছিলেন। আমরা আশা করি, দেশনায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির সুযোগ দেবেন। এই এলাকার মানুষ যারা আওয়ামী লীগ করে, যে যার আদর্শ মতাদর্শে রাজনীতি করে তারা তাদের আদর্শে রাজনীতি করবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দেবেন।’
রশীদ আহমাদ এর আগে জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মনোনয়ন পাওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষের প্রতীকে আসনটিতে নির্বাচন করছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ছেলে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরানোর প্রসঙ্গ তোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল এ বক্তব্যকে সময়োপযোগী নয় এবং রাজনৈতিকভাবে বিতর্কিত বলে মন্তব্য করেছেন। কেউ কেউ মনে করছেন, আওয়ামী লীগের সমর্থকদের ভোট আকর্ষণের লক্ষ্যেই এমন বক্তব্য দেওয়া হয়েছে।
মন্তব্য করুন