কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১২:১৯ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. মু. আবদুল মান্নান বলেছেন, কোনো তাঁবেদারি সরকারকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণকে ধোঁকা দিয়ে আর কোনো পাতানো নির্বাচন দেশে করতে দেওয়া হবে না। ২০১৪ সাল ও ২০১৮ সালের মতো একতরফা পাতানো নির্বাচন এদেশের জনগণ মানবে না। এ সরকার জনগণের হৃদয় থেকে ছিটকে গিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের মানুষের আজ বেঁচে থাকাই কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জামায়াতে ইসলামী এ দেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে। ইনসাফ তথা ন্যায় প্রতিষ্ঠায় আমরা কখনও থেমে যাইনি, আমাদেরকে থামানো যাবেও না ইনশাআল্লাহ।

তিনি আজ রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধকালে নেতৃত্ব দিয়ে এসব কথা বলেন। প্রহসনের তপশিল বাতিল, কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা, জামায়াতের নিবন্ধন নিয়ে ন্যায়ভ্রষ্ট রায়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষষ্ঠ দফার দুদিনব্যাপী অবরোধের সমর্থনে রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য আবু আম্মার, এসএম শামসুল বারী, মুতাসিম বিল্লাহ, নুর উদ্দিন এবং ছাত্রনেতা মুহিবুল্লাহ হোসাইনীসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়াও আজ ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে একই দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অবরোধ কর্মসূচি পালিত হয়।

ডেমরায় মহাসড়ক অবরোধ

একই দাবিতে অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার এম, ডি আলী, মো. হেলাল উদদীন, আবুল বাসার, এম দেলোয়ার হোসেন, আবু সায়েম, জসিম উদদীন ও ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের নেতা সৌরভ ও সহিদুল সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় অবরোধ

একই দাবিতে আজ অবরোধের সমর্থনে শনিরআখড়া এলাকায় সড়ক অবরোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরার সদস্য আব্দুর রহিম জীবন, সাদেক বিল্লাহ, নওশের আলম ফারুক, রাসেল মাহমুদ প্রমুখ নেতারা।

সূত্রাপুর এলাকা অবরোধ একই দাবিতে জামায়াতে ইসলামীর ষষ্ঠ দফায় অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর সূত্রাপুর এলাকা অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের নেতৃত্বে মিছিল ও অবরোধে অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সূত্রাপুর-ওয়ারী-গেন্ডারিয়া জোনের বিভিন্ন থানার আমির, সেক্রেটারি ও ওয়ার্ড পর্যায়ের নেতারা। ওই কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

খিলগাঁও বনশ্রী এলাকায় প্রধান সড়ক অবরোধ একই দাবিতে ষষ্ঠ দফায় দুদিনব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর খিলগাঁও বনশ্রী প্রধান সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মো. আব্দুর রহমানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, মহানগরী মজলিশে শুরা সদস্য আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজিদুর রহমান শিবলী, আবু মুয়াজ এবং ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার তাজুল ইসলাম ফয়সাল, খিলগাঁও থানা সভাপতি নাঈম ইসলাম, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান মাসুমসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

হাজারীবাগ এলাকায় সড়ক অবরোধ

একই দাবিতে অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর হাজারীবাগ এলাকায় সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন আখতারুল আলম সোহেল ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম প্রমুখ নেতারা।

বংশাল এলাকায় সড়ক অবরোধ

একই দাবিতে অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বংশাল এলাকায় সড়ক অবরোধ করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরার সদস্য মতিউর রহমানের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নুর ইসলাম, আবুল ফজলসহ তিনটি থানার নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X