কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রেলপথ, সড়কপথ অবরোধ

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের অবরোধ। ছবি : কালবেলা
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের অবরোধ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, বীর জনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে সরকারকে লালকার্ড দেখিয়েছে। তারা এই সরকারের পতন এবং কেয়াটেকার সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। তিনি সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিয়ে জনতার দাবি মেনে নিয়ে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

তিনি আজ রাজধানীতে ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে বাতিলকৃত জামায়াতের নিবন্ধন পূনর্বহাল, একতরফা নির্বাচনী তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কেন্দ্র ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মিরপুর-১ নম্বর চায়নিজ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে এসব কথা বলেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুর রাকিব, জসিম উদ্দিন ও বিপ্লব এবং ছাত্রনেতা হিশাম, ইমরান ও মাহদী প্রমুখ।

মাহফুজুর রহমান বলেন, সরকার জামায়াতের জনপ্রিয়তায় আতঙ্কিত হয়েই সম্পূর্ণ পরিকল্পিতভাবে দলের নিবন্ধন বাতিল করেছে। তারা জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তাদের সে ষড়যন্ত্র কখনোই সফল ও স্বার্থক হবে না বরং সকল বাধা-প্রতিবন্ধতা ও জুলুম-নির্যাতন উপেক্ষা করেই জামায়াত এগিয়ে যাবে। তিনি সরকারকে ষড়যন্ত্র বন্ধ করে অবিলম্বে দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

মহাখালী রেলগেট অবরোধ

চলমান অবরোধ কর্মসূচির ২য় দিনে মহাখালী রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেছে হাতিরঝিল-তেজগাঁ অঞ্চলের জামায়াতের কর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম এইচ উল্লাহ, আলাউদ্দিন, মনির আহমেদ ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

কালসী মোড়ে অবরোধ

ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অঞ্চলের জামায়াত কর্মীরা মিরপুর ১২ কালশী রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা সাইফুল কাদের, আবু হানিফ, জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন, যুবনেতা মো. হাসানুল বান্না চপল, ছাত্র নেতা আ. কাদের, ইউনুছ ও তাইয়ান প্রমুখ।

বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

চলমান অবরোধের সমর্থনে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুবুদ্দীন, এম রহমান ও আব্দুস সবুর ফরহাদের নেতৃত্বে ৪৮ ঘণ্টার সড়ক, নৌ ও রেলপথ অবরোধের অংশ হিসেবে রাজধানীর বাড্ডা-রামপুরা অঞ্চলের বাড্ডা এলাকায় শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল্লাহ, যুবনেতা আব্দুর রহমান ও ছাত্রনেতা মাকসুদুর রহমান প্রমুখ।

উত্তরায় জামায়াতের অবরোধ

অবরোধ কর্মসূচির ২য় দিনে রাজধানীর উত্তরা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এস কে রতন ও মো. সলিমের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে উত্তরা পশ্চিম অঞ্চলের কর্মীরা।

মিরপুর ১৩ নম্বর সড়ক অবরোধ

আবরোধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে ঢাকা মহানগরী উত্তরের কাফরুল অঞ্চলের জামায়াত কর্মীরা মিরপুর ১৩ নম্বর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আবু তৈয়বের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটির বিএম সম্পাদক জাহিদুর রহমান, কাফরুল থানা সভাপতি গোলাম রাব্বানী, সৌরভ, নাইমুর, জামায়াত নেতা মুসআব মুহাইমিন, আশিকুর রহমান, আলী হাসান, আশিকুর রহমান ও নূরুল আমীন প্রমুখ।

মোহাম্মদপুরে সড়কপথ অবরোধ

অবরোধের ২য় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা শাখাওয়াত হোসেন ও মশিউর রহমান। উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি

৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে আহত ২

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

চর দখলের চেষ্টা

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

১০

জাতীয় ছাত্রশক্তি নেতার পদত্যাগ

১১

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

১২

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

১৩

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

১৪

ককটেল বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

১৫

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

১৬

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১৭

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১৮

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১৯

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

২০
X