বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব।
সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ শুক্রবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে দেশের সব বিরোধী মত দমন করছে। এমনকি পেশাজীবীদের ওপরও ভয়াবহ নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশ ও মিছিল শেষে গাজীপুরে যাওয়ার সময় গাজীপুরের ধীরাশ্রম নামক স্থান থেকে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে র্যাবের একটি দল আটক করেছে। বিষয়টি নিন্দনীয় এবং ন্যক্কারজনক।
তারা বলেন, এভাবে দেশ চলতে পারে না। এ রকমভাবে গুম, খুন, মামলা, হামলা, গ্রেপ্তার নির্যাতনসহ রাষ্ট্রীয় সন্ত্রাস চালালে দেশে কোনো ভালো মানুষ থাকতে পারবে না এবং দেশ মেধাশূন্য হয়ে যাবে।
নেতৃদ্বয় বলেন, পেশাজীবী সংগঠন এ্যাব সরকারের সুস্পষ্ট ও পূর্ব পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষিত নির্বাচনের তপশিল সম্পূর্ণরূপে আবারও প্রত্যাখ্যান করছে ও স্থগিতের দাবি জানাচ্ছে। সেইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন এবং এ্যাবের সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আহমেদ হোসাইনসহ সব রাজবন্দির আশু মুক্তি দেওয়ার মাধ্যমে ও সরকারের এজেন্ডা বাস্তবায়ন থেকে সরে এসে দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে।
এ ছাড়াও ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।
মন্তব্য করুন