দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে শেষ দিনে ৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিকল্পধারার প্রার্থীরা। এই নিয়ে ২২-২৫ নভেম্বর পর্যন্ত চার দিনে মোট ২২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
শনিবার বিকল্পধারার মহাসচিব মেজর মেজর (অব.) আবদুল মান্নান- লক্ষ্মীপুর ৪, প্রেসিডিয়াম সদস্য মাহী. বদরুদ্দোজা চৌধুরী-মুন্সীগঞ্জ-১, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী-সুনামগঞ্জ-১ এবং সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী-চট্টগ্রাম-২ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ ছাড়া শনিবার মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন ফেনী-৩ আসনে বিকল্পধারার জ্যেষ্ঠ সহসভাপতি মো. মহসিন চৌধুরী, বরিশাল-৩ আসনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মো. এনায়েত কবির, ঢাকা-৫ আসনে যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সরোয়ার, রংপুর-২ হারুন -অর- রশিদ, যশোর-৩ মারুফ হাসান কাজল, গাইবান্ধা-৫ জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর-৪ আবু বক্কর সিদ্দিক, নাটোর-৩ মো. আনোয়ার হোসেন, পটুয়াখালী-১ মো. সিদ্দিকুর রহমান খোরশেদ।
গত ২২ নভেম্বর বুধবার থেকে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে অবস্থিত বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
মন্তব্য করুন