লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসায় ফের ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার (০১ অক্টোবর) বিকেলে শহরের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় বাড়িতে কয়েকজন যুবক ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সংস্কার কাজ চলমান একটি নিরাপত্তা দেয়ালও ভেঙে দেওয়া হয়।
ঘটনা শুরুর দেড় ঘণ্টা পর সেনাবাহিনীর উপস্থিতিতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের সময় বাড়ির মালামাল লুটপাটের ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিকদের হেনস্তা করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম জানান, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক অবৈধ এমপি ও ছাত্র হত্যা মামলার আসামি সন্ত্রাসী নয়নের বাসায় দীর্ঘদিন ধরে গোপনে সংস্কার কাজ চলছিল। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ করে। একপর্যায়ে তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
কয়েকজন জুলাই যোদ্ধা বলেন, জেলার আহত ও শহীদদের হত্যার বিচার হয়নি। কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশ আসামি এখনো বাইরে ঘুরছেন। আহতরা যন্ত্রণায় কাতরাচ্ছেন। শহীদ পরিবারের সদস্যদের কান্না থামেনি। অথচ, হত্যাকারী নয়নের বাড়ি সংস্কার হচ্ছে। বহুতল ভবন ভাড়ায় পুনরায় দেশ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে চক্রান্ত করবে। এটি হতে দেওয়া যায় না।
সংস্কার কাজের শ্রমিক আবদুল মাজেদ বলেন, আমরা সংস্কার কাজ করছিলাম। বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা একটি দেয়াল ভেঙে ফেলে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সংবাদকর্মী সাগর ওয়াহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নিউজ কাভারেজ করতে গেলে জুলাই যোদ্ধা পরিচয়ে দুজন আমাকেসহ সহকর্মীদের বাধা দেয়, হেনস্তা করে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইফুল ইসলাম রাজু বলেন, অগ্নিসংযোগের খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নিভিয়ে দিয়েছি।
মালপত্র লুটপাট ও সাংবাদিক হেনস্তার বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ বলেন, জুলাই যোদ্ধারা ঘটনাস্থল ত্যাগের পর খুনি নয়নের বাড়ির মালপত্র লুটের বিষয়টি শুনেছি। লুটপাটের সঙ্গে জড়িতদের কেউ আমাদের সহযোদ্ধা নয়। এ ছাড়া সাংবাদিক হেনস্তার ঘটনাটি খুবই দুঃখজনক। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। পরে ডেকে এনে সাংবাদিকের সঙ্গে মীমাংসা করে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, আগুন দেওয়ার বিষয়টি জানা নেই। খবর নিচ্ছি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি নয়ন আত্মগোপনে রয়েছেন।
মন্তব্য করুন