একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকে দেশব্যাপী চলমান হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কমলাপুর এলাকায় এই মিছিল হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন- যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শাহ্ নাসিরউদ্দিন রুমন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহকোষাধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, সহক্রীড়া সম্পাদক আমানউল্ল্যাহ বিপুল, সহমানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম আক্তার, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে এস এম মুসাব্বির সাফি, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সদস্য মিজানুর রহমান সুমন, খন্দকার মাহাবুবুর রহমান মাহী, হেদায়েত হোসেন ভূঁইয়া এবং যুবদল নেতা রেজাউল করিম রিয়ন, ফখরুল বিন খালেক, দেওয়ান ঝন্টু, সাইফুল বাছির সোহেল।
মন্তব্য করুন