জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, শ্যামপুর-কদমতলীর জনগণ আমাকে ভালোভাবে চেনে। আমি বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারব আমি বা আমার কোনো কর্মী এই এলাকায় চাঁদাবাজি করেনি। আমি চারবার এই আসনে এমপি ছিলাম। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আপস করিনি। এ এলাকার জনগণ খুবই সচেতন। তারা জানে অত্র অঞ্চলে এমপি হলে এলাকাবাসী নিরাপদে থাকতে পারবে। জানমালের নিরাপত্তা থাকবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে লাঙ্গল জয়ী হবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে কদমতলী থানার ৫৮নং ওয়ার্ডের বরইতলায় এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
৫৮নং ওয়ার্ড সভাপতি সুলতানা আহমের লিপির সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীন প্রমুখ।
সন্ধ্যার পর বাবলা লাঙল মার্কায় ভোট চেয়ে ৫৯নং ওর্য়াডের মোহম্মদবাগ চৌরাস্তার মোড় থেকে গণসংযোগ করবেন তিনি। এর আগে সকালে মীর হাজিরবাগ ও ধোলাইপাড় এলাকায় গণসংযোগ করেন তিনি।
মন্তব্য করুন