সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টি কার্যত ‘সার্কাস পার্টি’ : ভিপি নুর

বিজয় নগর পানির টাঙ্কির সামনে সংক্ষিপ্ত পথসভা করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা
বিজয় নগর পানির টাঙ্কির সামনে সংক্ষিপ্ত পথসভা করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা

একতরফা নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টিতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পল্টন, বিজয়নগর ও নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টন বিজয় নগর পানির টাঙ্কির সামনে থেকে সংক্ষিপ্ত পথসভা শেষে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, লিফলেট বিতরণের সময় পুলিশ বাধা দেয়। পরবর্তীতে পুলিশি বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করেন তারা।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এখন মরিয়া। এজন্য তারা আবারও একটি একতরফা, পাতানো নির্বাচনের আয়োজন করেছে। দেশের মানুষ আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনকে বয়কট করছে। এরা নিজেরা নিজেরা ভাগবাটোয়ারার নির্বাচন করছে। আরেক দল জাতীয় পার্টি। এরা না সরকারি দল, না বিরোধী দল। আমি বলব, এরা কোনো রাজনৈতিক দলই না, এরা সার্কাস পার্টি। কোনো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ জাতীয় পার্টি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অস্তিত্ব রক্ষায় আপনারা জনগণের পাশে থাকুন। অসহযোগ আন্দোলন সফল করতে সরকারি অফিস-আদালতে তালা দিয়ে বন্ধ করে জনগণের আন্দোলনে শামিল হোন।

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন- বিরোধী দলের বিরুদ্ধে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করবে। অথচ বাস্তবতা হচ্ছে, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় আপনারা অবৈধ নির্বাচন করবেন, জনগণ ভ্যাট-ট্যাক্স দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। জনগণ আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবে না।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামানের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন দলটির উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১০

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১১

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১২

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৩

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৪

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৫

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৬

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৮

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৯

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

২০
X