গণঅধিকার পরিষদের নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান। শুক্রবার (১২ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রত্যক্ষ ভোটে তিনি পরবর্তি কাউন্সিল হওয়া পর্যন্ত আহ্বায়ক নির্বাচিত হন।
দলটির যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রধান নির্বাচন কমিশনের ভূমিকা পালন করেন। তাকে সহায়তা করেন যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ। নির্বাচনে যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুহিন ও যুগ্ম সদস্য সচিব তারেক রহমান যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। উভয়েই ফলাফল মেনে নিয়ে নতুন আহ্বায়ককে স্বাগত জানান।
কর্নেল অব মশিউজ্জামানের জন্ম ১৯৫৬ সালের ১ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার খানাপাড়ায়। তিনি ১৯৭৩ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগ দেন। পেশাগত দায়িত্বপালনকালে তিনি দেশে ও বিদেশে সামরিক বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এ সময় তিনি ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি অ্যাঙ্গোলা ইউএন মিশনে চিফ হিউমেনিটেরিয়ান অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা সদর, প্রশিক্ষণ স্কুলের প্রশিক্ষক, কমান্ড এবং বিডিআর (বর্তমান বিজিবি) সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৩ সালে স্বেচ্ছায় সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি ২০২১ সালের অক্টোবরে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে যোগ দেন এবং ২০২৪ সালের ৩ জানুয়ারি ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মশিউজ্জামান বলেন, দেশে যেখানে ভোটের ব্যবস্থা বিলীন হয়ে গিয়েছে সেখানে গণঅধিকার পরিষদ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করে যাচ্ছে। গণতন্ত্রের চর্চা শুরু করতে হয় দলের মধ্যে থেকে আর গণঅধিকার পরিষদও ঠিক একই কাজ করছে।
মন্তব্য করুন